... গুম থেকে জেগে দেখি।।জানা অজানার ইন্টারনেট।।

গুম থেকে জেগে দেখি।।জানা অজানার ইন্টারনেট।।


         

https://www.technoboybd.com/
গুম থেকে জেগে দেখি



         গুম থেকে জেগে দেখি



গুম থেকে জেগে দেখি
বয়স বেড়েছে পৃথিবির
অথছ পাতার ফাঁকে
নতুন ফুলেরা করে বিড়।।



ভোরের বাতাসে ভাসে
দোয়েলের গান
আজ সে নতুন সেতো
হয় না পুরান।।



প্রতিটি প্রবাত নব,
নতুন পাখির,
অথছ পাতার ফাঁকে
নতুন ফুলেরা করে বিড়।ঐ



এই যে নিমের ডালে
কাছাঁ সোনা রোদ করে খেলা
কিসোর পাতার গায়ে
খেলে খেলে ছলে যায় বেলা।



যেই দিন চলে গেল
ফিরে না সে দিন।
রাত শেষে বেড়ে উঠে
আরেক নবিন।।




ঝল মল আলো নাচে,
 নতুন তিথির
অথছ পাতার পাকে নতুন
ফুলেরা করে ভিড়।।ঐ





Post a Comment

Previous Post Next Post