######## মা #####
পৃথিবীর সব সুখ যেন ঐ একটি নামের মাঝে । পৃথিবীর সব রঙ যেন লুকিয়ে আছে মায়ের হাসিতে।
ওই নীল আকাশে ভাসে মেঘের বেলা
জগত জুড়ে কত ফুুলের মেলা,
সবই তারা হাসিতে যেন হয় যে বিলীন
তার ছোয়াতে হল জীবন রঙিন।
জগত জুড়ে কত ফুুলের মেলা,
সবই তারা হাসিতে যেন হয় যে বিলীন
তার ছোয়াতে হল জীবন রঙিন।
মা ও মা তুমি তোমার তুলনা
মা ও মা তুমি তোমার তুলনা
ঐ
মা ও মা তুমি তোমার তুলনা
ঐ
তোমারই ছোঁয়ায় শুধু পেলে
জীবন যাবে হেসে খেলে
মুছে যাবে সব বেদনা
তুমি ছাড়া কিছু চাই না।।
জীবন যাবে হেসে খেলে
মুছে যাবে সব বেদনা
তুমি ছাড়া কিছু চাই না।।
শুধু শূন্য করে আমার এ জীবন
তুমি চলে যেওনা
মা ও মা তুমি তোমার তুলনা।
তুমি চলে যেওনা
মা ও মা তুমি তোমার তুলনা।
তোমারি স্নেহের কোলে
শত মমতায় ভুলে
ভুলে গেছি সকল ব্যথা
তুমি ছাড়া জীবন বৃথা।।
শত মমতায় ভুলে
ভুলে গেছি সকল ব্যথা
তুমি ছাড়া জীবন বৃথা।।
যদি অবারিত সুখ থাকে ধরায়
সেতো মায়ের মমতা
মা ও মা তুমি তোমার তুলনা।।
সেতো মায়ের মমতা
মা ও মা তুমি তোমার তুলনা।।
"মা" সম্পর্কে পৃথিবীর বড় বড় জ্ঞানীদের
বাণী
১.সেই মায়ের সাথে উচ্চস্বরে কথা বলো না, যেই মা তোমাকে কথা বলা শিখিয়েছেন।
হযরত আলী (রাঃ)
২.হযরত আনাস ইবনে মালেক (রাঃ)থেকে বর্ণিত আছেঃ- জান্নাত জননীর পদতলে।
৩.মায়ের মুহব্বতের ব্যাখ্যা একমাত্র মায়ের কাছেই পাওয়া যাবে। -শেখ সাদী (রহঃ)।
৪."মা" শূন্য গৃহ আমার জন্য কবরস্থানের সমতুল্য।
-বাদশাহ আওরঙ্গজেব আলমগীর
৫."মা"ও ফুলের মধ্যে আমি কোন পার্থক্য দেখতে পাই না।
-দিকবিজয়ী সম্রাট নাদির শাহ্।
৬.সন্তানের জন্য সবচেয়ে শান্তির আশ্রয় হল মায়ের আঁচল।সন্তানের জীবন যেই পর্যায়ের হোক না কেন।
-দার্শনিক শেকসপিয়ার
৭.পৃথিবীবাসীর জন্য আকাশ জগত থেকে আগত একমাত্র শ্রেষ্ঠ উপহার হল "মা"।
-দার্শনিক মিলটন
এ
![]() |
| ছবিঃ ইন্টারনেট |
Tags:
islamic song
