নোবেলজয়ী জাপানি গবেষক ওসিনরি বলেছেন রোজা রাখলে ক্যানসারের কোষ ও মারা যায়।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিশ্ববিদ্যালয় ভার্জিনিয়া টেক থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন একজন জাপানি নাগরিক, চাকরি করছেন একটা প্রাইভেট ফার্ম এ বড় পদে। জেনে অবাক হবেন তিনি প্রতি বছর রোজা রাখেন। তিনি এই রোজার নাম দিয়েছেন অটোফেজি।
আসুন জানা যাক অটো ফজি মানে কি?
অটো প্রতি শব্দটি এসেছে গ্রিক শব্দ অটো ও ফেজেইন থেকে। এর বাংলা অর্থ হচ্ছে আত্ম ভক্ষণ বা নিজেকে খেয়ে ফেলা।
উপবাসের সময় মানুষের শরীরের সক্রিয় কোষগুলো চুপচাপ বসে না থেকে সারা বছরের তৈরি হওয়া ক্ষতিকারক আর নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে ফেলে শরীরকে নিরাপদ আর পরিষ্কার করে দেয়। এটাই অটোফেজি।
তবে ও ওশিনরি রোজা রাখেন এ সম্পর্কে এক সাক্ষাৎকারে মুসলমানদের পবিত্র রোজা সম্পর্কে এক বিস্ময়কর তথ্য জানিয়েছেন উতিনি। ও সিনারি বলেন মুসলমানরা যাকে রোজা বলে আমি তাকে বলি অটোফেজি। রোজার মাসে খাবারদাবার এর ঝামেলা নাই তাই এই মাছটা আমি অটোফেজি করি।
মুসলমানরা ধর্মের বিধান অনুযায়ী যে রোজা পালন করেন তার উপর গবেষণা করে জাপানি গবেষক ওশিনরি ওসুমি 2016 সালে অটোফেজি আবিষ্কার করে নোবেল জয় করেছেন।
অটোফেজি আবিষ্কারের পর থেকে পৃথিবীর বিভিন্ন ধর্মের অথবা ধর্ম মানে না অনেক স্বাস্থ্য সচেতন মানুষ যারা বছরের বিভিন্ন সময়ে অটফেজী করে শরীরটাকে সুস্থ রাখে। অটোফেজি তে ক্যানসারের কোষ মারা যায়।
অটোফেজি আবিষ্কার হলো 2016 তে ।
অন্য ধর্মাবলম্বীরা এখন অটফেজি করছে এর উপকারিতা জানার পর।
অন্য ধর্মাবলম্বীরা এখন অটফেজি করছে এর উপকারিতা জানার পর।
আর মুসলমানরা অটোফেজি করে আসছে হাজার বছর ধরে কিছু না জেনে। শুধু আল্লাহর হুকুম।অনেক কিছুতেই হয়তো আপনি মানে খুঁজে পান না কিন্তু এটাই সত্য যে ইসলামের অকল্যাণের কোন কিছু নেই সবকিছুই উপকার।
যে মুসলমান ইসলামকে মানে সে ইসলামের উপকার ভোগ করে। আর যে মানে না তার ভোগ করার প্রশ্নই আসে না।ইসলামের প্রতিটি রুকন শুধুমাত্র মুসলমানের জন্য নয় প্রতিটি মানুষের জন্যই উপকার। শুধুমাত্র মানা জরুরী। মানলে উপকার হবে না মানলেই মুসলমানদের কোন কিছু যায় আসে না। আসুন আমরা ইসলামের প্রতিটি রুকন মানার চেষ্টা করি। সুন্দর পৃথিবী উপহার দেই।
![]() |
| ছবিঃ ইন্টারনেট |
Tags:
Islamic idea
