""" Confetti""""
Facebook game
গেম খেলা অনেকের নেশা আবার অনেকের পেশা। গেম খেলে যে উপার্জন করা যায় এটা আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। সেই গেম খেলা পাগলাদের জন্য ফেসবুক এনেছে এক নতুন সিস্টেম।
ভারতে ফেসবুক এই প্রথম আনতে চলেছে ইন্টারঅ্যাকটিভ গেম " কনফেট্রি"।
যারা দিনের বেশিরভাগ সময় ফেসবুকে ব্যস্ত থাকেন তাদের জন্য সুখবর। এই প্রথমবার ফেসবুক ভারতে আনতে চলেছে ইন্টারেক্টিভ গেম কনফেট্রি।
আগামী 12 ই জুন থেকে ভারতের শুরু হতে চলেছে এই নতুন অনলাইন গেম। যা খেলে গেমাররা প্রতিদিন জিততে পারেন নগদ অর্থ।
এই গেম জিততে হলে পপ কালচার নিয়ে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে তিন লাখ টাকা আপনার পকেটে আসতে পারে!! বুধবার থেকে রবিবার পর্যন্ত ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্ম ফেসবুক ওয়াচ এই গেমটি খেলা যাবে বলে জানিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ।।
মুম্বাই অনুষ্ঠিত ফেসবুকের শীর্ষ বৈঠক এ কোম্পানির হেড অফ পার্টনারশিপ মনিশ চোপড়া জানান মূলত ভারতের বিভিন্ন গোষ্ঠীকে এক জায়গায় নিয়ে আসাই আমাদের প্রধান লক্ষ বা উদ্দেশ্য। ভারতে এরকম ইন্টারেক্টিভ গেম প্রথমবার এনে আমরা খুবই উৎসাহিত।
আমেরিকা ,ব্রিটেন, কানাডা ,থাইল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে এই গেমটি চালু হলেও ভারতে এলো এই প্রথমবার।
2018 সালে জিডিপির সঙ্গে পাল্লা দেওয়ার জন্য ফেসবুক বাজারে নিয়ে আসে ফেসবুক ওয়াচ। এর ওয়াজ পিঠে ব্যবহারকারীরা যে যে ফেসবুক পেজ অনুসরণ করেন নিজেদের পছন্দ সহি এইসব পেইজের বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাবেন। নতুন এই গেমটি ও খেলা যাবে ফেসবুক ওয়াচ এর মাধ্যমেই।
কতটা সফল হবে এই অনলাইন ভিত্তিক গেমটি। পারবে দর্শকের চাহিদা পূরণ করতে? সেটার জন্য অপেক্ষা করছে গেমাররা।
কালেক্টেড ফ্রম অনলাইন।।
![]() |
| facebook new rules |
Tags:
technology
