অনেক সময় আমাদের স্মার্টফোনের মধ্যে যথেষ্ট স্টোরেজ থাকা সত্ত্বেও অ্যাপস ডাউনলোড হয় না। বেশিরভাগ সময়ে সমস্যা সামনে এসে দাঁড়ায়। এই সমস্যা সমাধানের জন্য নিচের ধাপগুলো অনুসরন করলেই হবে।
১। ইন্টারনেট সংযোগ চালু থাকতে হবে।ইন্টারনেট স্লো হলে ডাউনলোড আটকে থাকে তাই ডাউনলোড পেন্ডিং দেখায়।যদি অ্যাপ বড় মাপের হয় তাহলে ওয়াইফাই কানেকশন এর অনুমতি দেখাবে।এক্ষেত্রে ডাউনলোড পপ-আপ উইন্ডোতে ডাউনলোড অভার ওয়াইফাই অপশন টি বদল করুন মোবাইল ডাটা তে অথবা ফোন টি ওয়াই ফাই সাথে কানেক্ট করুন।
যদি তাতেও কাজ না হয় তাহলে নিচের অপশন গুলো অনুসরন করুন:
প্লে স্টোর এর অপ্রয়োজনীয় কেছে ও ডাটা ক্লিয়ার করলে এই সমস্যার সমাধান হয়ে যায়।
প্রথমে সেটিংস অপশন টি ক্লিক করুন।
অ্যাপ্লিকেশন বা অ্যাপ খুলুন
প্লে গুগল প্লে স্টোর সিলেক্ট করুন।
এবার স্টোরেজে গিয়ে তাতে ক্লিয়ার ক্যাসে অপশন টি ক্লিক করুন।
এরপর ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করুন।
হয়ে গেলে প্লে স্টোরে গিয়ে যে কোন অ্যাপ ডাউনলোড করার চেষ্টা করুন।।
তবে আরও একটি বিষয় মাথায় রাখা উচিত, যদি কোনও অ্যান্ড্রয়েড ব্যবহারকারী সদ্য ফোন সেট অন করে অ্যাপ ডাউনলোড করতে যান, তাহলে প্লে স্টোরে তা পেন্ডিং দেখায়।
Tags:
technology
