... ফোন ভাইরাস মুক্ত করার উপায়।। জানা অজানার ইন্টারনেট

ফোন ভাইরাস মুক্ত করার উপায়।। জানা অজানার ইন্টারনেট



স্মার্ট ফোন ভাইরাস মুক্ত করার উপায়:



স্মার্ট ফোনের ভাইরাস সমস্যা একটা সাধারণ ব্যাপার। ভাইরাস হতেই পারে। আপনার ফোনে ভাইরাস ডুকতে পারে।
ভাইরাসের কারণে স্মার্টফোনে অনাকাঙ্ক্ষিত অনেক সমস্যা হতে পারে।
কিভাবে স্মার্ট ফোন ভাইরাস মুক্ত রাখতে পারেন,::
বেশ কিছু উপায় স্মার্টফোনকে ভাইরাস মুক্ত রাখা যায়।
আপনার স্মার্টফোনটি এর সুইচ অফ করুন এবং সাউন্ড বাটন এবং সাউন্ড বাটন একসাথে প্রেস করে ফোন রিবুট করুন।।
রিবুট অপশন খুললেই সেখানে স্টার্ট বাটন প্রেস করুন যাতে সময় ফোনে কোনরকম ক্ষতি না হয়।।
রিস্টার্ট হয়ে গেলে সেটিং অপশনে যান এবং অ্যাপ অপশন এ যান।
আপনি যা অ্যাপস ডাউনলোড করেছেন এগুলো একবার দেখে নিন। কোনরকম অযাচিত দেখলে সেটাকে ক্লিক করুন।।
এরপর এই অযাচিত অ্যাপসটি আনইনস্টল করুন।
যদি আন ইনস্টল বাটন টি না থাকে তাহলে প্রথমে অ্যাপটি থেকে এডমিন অ্যাক্ট্রেস প্রত্যাহার করতে হবে।এরপর আবার সেটিং থেকে সিকিউরিটি অপশনে গিয়ে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে যে অ্যাপ গুলি অযাচিত শুধু  সে গুলি সিলেক্ট করে আনইন্সটল করুন।
এবার ফোন টি আবার রিস্টার্ট করুন।মাথায় রাখবেন এইবার কিন্তু নরমাল মুডে রিস্টার্ট করতে হবে।
www.technoboybd.com
Smartphone ভাইরাস
যদি উপরের পদ্ধতিতে কোন কাজ না হয় সেক্ষেত্রে সেটিং অপশনে গিয়ে সিস্টেম রিসেন্ট অপশন এ গিয়ে সকল ডাটা  সিলেক্ট করে এরেজর করতে হবে।

Post a Comment

Previous Post Next Post