Symphony z15
স্মার্টফোনের বাজারে সিম্ফোনি নিয়ে আসলো নতুন এক ফোন যার নাম ফ্লাগশিপ স্মার্ট ফোন।
দিন দিন স্মার্টফোনের নতুন নতুন আপডেট আসছে। তারই ধারাবাহিকতায় সিম্ফোনি নিয়ে আসলো z15.
দিন দিন স্মার্টফোনের নতুন নতুন আপডেট আসছে। তারই ধারাবাহিকতায় সিম্ফোনি নিয়ে আসলো z15.
এই ফোনটিতে সিম্ফোনি কোন কিছুরই বাকি রাখেনি।ব্যবহারকারীরা যাদের সব ধরনের অ্যাপস ইন্সটল করতে পারে সেজন্য এতে রয়েছে অ্যান্ড্রয়েড ফোনের সবচেয়ে আপডেট ভার্সন পাই 9.0 অপারেটিং সিস্টেম।
বাজারে ফোনটি দুটি কালারে পাওয়া যাচ্ছে ক্যারিবিয়ান ব্লু এবং ক্যানবেরি রেড কালার।
ফোনটির দাম ধরা হয়েছে মাত্র 9 হাজার 490 টাকা।
কি কি সুবিধা পাওয়া যাবে এই ফোনটিতে??
১।জেট সিটি মডেল এর নতুন স্মার্ট ফোনটিতে রয়েছে 1.6 গিগাহার্টজ এ অক্টা কোর প্রসেসর।
২। 2 জিবি র্যাম এবং 32gb ইন্টার্নাল স্টোরেজঃ।
৩। পঞ্চায়েতে রয়েছে 1560*720 রেজুলেশনের ৬.০৯ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে।
4। 2.5 ডি গ্লাস সঙ্গে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে।।
5।4000mah ব্যাটারি। Non-removable li-po llimer ।
6। পেছনে রয়েছে দুটি ক্যামেরা 13 + 2 মেগাপিক্সেল।
7। এছাড়া সেলফি প্রেমীদের জন্য সামনে রয়েছে 5 মেগাপিক্সেল এর ক্যামেরা।
8। ফোনটিতে নোটিফিকেশন লাইট ছাড়াও সেন্সর হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
9। প্রক্সিমিটি সেনসর লাইট সেনসর এবং গ্রভিটি সেনসর।
10। কোনটিতে স্পেশাল ফিচার হিসেবে আছে সফটওয়্যার বেস্ট ফেস আনলক।
11। এআই ক্যামেরা, স্মার্ট কন্ট্রোল ,multi-functional, ফিঙ্গারপ্রিন্ট ,ওয়ান হ্যান্ড মোড।
এছাড়াও আরো অনেক কিছু।।
![]() |
ছবিঃ Symphony z15 |
ধন্যবাদ
জানা অজানার ইন্টারনেট।।
Tags:
technology