Nokia ২.২ it's simple
নোকিয়ার নির্মাণ সংস্থা এইচএমডি গ্লোবাল ভারতীয় স্মার্টফোনের বাজার দখল করার লক্ষ্যে ৬ জুন ২০১৯ বৃহস্পতিবার লঞ্চ হল নোকিয়া ২.২।
বাজারে আসার সাথে সাথে ভারতীয় বাজারে হইচই পড়ে গেছে।
কারণ এর বাজার মূল্য ধরা হয়েছে যথাক্রমে:
১। 2 জিবি র্যাম মাত্র 6 হাজার 999 টাকা।
২। 3 জিবি র্যাম মাত্র সাত হাজার 999 টাকা।
এই অফার 30 শে জুন পর্যন্ত থাকবে।
অফার শেষ হওয়ার পর 2gb রেম 7999 টাকা এবং 3gb র্যাম 8999 টাকায় বিক্রি হবে।
কোথায় পাবেন?
ফ্লিপকার্ট nokia.com এবং অন্যান্য শপিং সাইটস অনলাইন শপিং সাইট এবং 11 ই জুন থেকে বিভিন্ন দোকানে পাওয়া যাবে।
নকিয়া 2.2 পাওয়া যাবে স্টিল এবং টাংস্টেন black রঙে। আগের মডেল গুলোর মত এই ফোনে থাকবে oas আপগ্রেড থাকবে দুই বছর। মান্থলি সিকিউরিটি আপগ্রেডেড থাকবে তিন বছর।।
Nokia ২.২ এর গুরুত্ব পূর্ণ ফিচার:
১। এইচডি ডিসপ্লে 5.৭১। মাল্টি টাচ স্ক্রিন।
২। ব্যাক ক্যামেরা 13 মেগাপিক্সেলের এবং প্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল
৩। নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9.0 পাই।
৪। ব্যাটারি ব্যাকআপ 3000m ah।
৫।উন্নত ধরনের মিডিয়াটেক এর হেলিও a22 প্রসেসর।
৬। ফেস আনলক শুধুমাত্র্র ব্যবহারকারী র অধিকার থাকবো, গুুুগোল অ্যাসিস্ট্যান্ট বাটন, উন্নত এ আই ইমেজিং। কম আলোতেও ক্যামেরায়় ছবি তোলার জন্য।
আরো রয়েছে একটি 3.5 এমএম হেডফোন জ্যাক।
এইচডি আর সাপোর্ট, ব্লুটুথ 4.2, মাইক্রো ইউএসবি।
আশা করি সবার ভালো লেগেছে লাইক দিতে ভুলবেন না প্লিজ।।
আবার দেখা হবে।। জানা অজানার ইন্টারনেট।।
![]() |
| ছবিঃ ইন্টারনেট |
Tags:
technology
