... পূর্ব লন্ডনের ইলফোর্ডের সেভেন কিংস মসজিদে তারাবির সময় হামলা-জানা-অজানার ইন্টারনেট

পূর্ব লন্ডনের ইলফোর্ডের সেভেন কিংস মসজিদে তারাবির সময় হামলা-জানা-অজানার ইন্টারনেট


বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে গত বৃহস্পতিবার রাতে পূর্ব লন্ডনের illfOrder সেভেন কিংস মসজিদে গুলির ঘটনা ঘটেছে।
এতে কেউ হতাহত হয়নি।


প্রতিবেদনে বলা হয়েছে তখন মুসল্লিরা মসজিদে তারাবি নামাজ পড়ছিলেন। এ ঘটনা ঘটার পর মসজিদটি বন্ধ করে দেওয়া হয়।




ইউকে এক্সপ্রেসের খবরে বলা হয়েছে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি পুলিশ এ ঘটনার তদন্ত করছে ।এদিকে এ ঘটনায় স্থানীয় মুসলমানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।




ছবি:ইন্টারনেট 
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানায়, হামলায় কোন হতাহত বা মসজিদের ক্ষয়ক্ষতি হয়নি।
এই ঘটনার সঙ্গে জঙ্গি হামলার সম্পৃক্ততা নেই বলে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া ওই এলাকায় রাত জুড়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।।




Post a Comment

Previous Post Next Post