... তারাবি নামাজ কত রাকাত পড়বেন ? সমস্যার সমাধান !!!

তারাবি নামাজ কত রাকাত পড়বেন ? সমস্যার সমাধান !!!

রমজান মাস সিয়াম সাধনার মাস। এই মাসের দুটি বিশেষ আমল হচ্ছে দিনে রোজা রাখা রাত্রে তারাবি নামাজ পড়া। এখন প্রশ্ন হচ্ছে তারাবি নামাজ কত রাকাত পড়বো? বিভিন্নজন বিভিন্নভাবে তারাবি নামাজ পড়ার ব্যাখ্যা দিয়ে থাকেন ।আজ আমরা দেখবো কোরআন হাদিস কি বলে?
হুযুর সাল্লাল্লাহু আলাই সাল্লাম কত রাকাত তারাবি নামাজ পড়তে?



🏵️তারাবি অর্থ কি? 
তারাবি আরবি শব্দ শব্দটির মূল ধাতু রাহাতুন অর্থ আরাম বা বিশ্রাম করা।তারাবি নামায পড়াকালে প্রতি দুই রাকাত বা চার রাকাত পর পর বিশ্রাম করার জন্য একটু বসান আমি তারাবি।দীর্ঘ নামাজের কঠোর পরিশ্রম লাভের জন্য প্রতি দুই রাকাত বিশেষ করে প্রতি চার রাকাত পর পর একটু বসে বিশ্রাম করে দোয়া ও তাসবিহ পাঠ করতে হয় বলে-এ নামাজকে সালাতুত তারাবিহ' বা তারাবি নামাজ বলা হয়।



🏵️তারাবি নামাজের ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি ঈমানের সঙ্গে স্বভাব প্রাপ্তির আশায় রমজানের রাতে তারাবি নামাজ আদায় করে তার অধিকৃত পাপসমূহ ক্ষমা করা হয় বুখারী ও মুসলিম।




🏵️তারাবি নামাজের ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন ,  মাহে রমজানে রোজা ,তারাবি নামাজ ,কোরআন তেলাওয়াত ও অন্যান্য এবাদত এর দরুন আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির আগের সব গুনাহ মাফ করে দেন।




🏵️তিনি আরো বলেন যে ব্যক্তি ঈমান ও আত্মবিশ্লেষণের সঙ্গে পুণ্য লাভের আশায় রোজা রাখেন তারাবি নামাজ পড়েন এবং কদরের রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করেন তাঁর জীবনের পূর্বের সব গুনাহ মাফ করা হবে।
"" বুখারী ও মুসলিম"।







🏵️রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সালাম সর্বদা তারাবি নামাজ আদায় করতেন। তবে তিনি মাত্র চার রাত তারাবি নামাজ জামাতে পড়েছিলেন। কারণ যদি তিনি সর্বদা জামাতে তারাবি নামাজ আদায় করেন তাহলে তার উম্মতরা ভাববেন যে হয়তো এ তারাবি নামাজ ফরজ।




🏵️হাদীস শরীফে বর্ণিত আছেরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম দুই রাতে 20 রাকাত করে তারাবী নামাজ পড়েছিলেন।তৃতীয় রাতে লোকজন জমা হলে ও রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম উপস্থিত হননি। পরেরদিন তিনি ইরশাদ করলেন আমি তোমাদের উপর তারাবি নামাজ ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা করছি ।তখন তো তা তোমাদের জন্য কষ্টকর হবে। তাই দৈহিক বা মানসিক অবস্থা বিবেচনা করে 20 রাকাত অথবা কমপক্ষে ৮ রাকাত তারাবি সুন্নত নামাজ পড়ার সুযোগ আছে।।






🏵️তারাবি নামাজ কাকে বলে?
মাহে রমজানে রাত্রিকালে এশার নামাজের চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নত এরপর এবং বিতর নামাজের আগে দুই রাকাত করে 10 সালামে  যে বিশ রাকাত নামাজ আদায় করা হয় তা তারাবি নামাজ।





🏵️রমজান মাসের জন্য নির্দিষ্ট তারাবি নামাজ জামাতে পড়া ও সম্পূর্ণ কোরআন শরীফ একবার খতম করা সুন্নতে মুয়াক্কাদা।

🏵️রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম নিজেই তারাবি নামাজ পড়েছেন এবং সাহাবায়ে কিরামকে পড়ার জন্য আদেশ দিয়েছেন। ওজর ছাড়া তারাবির নামাজ না পড়লে সুন্নতে মুয়াক্কাদা তরফ করার গুনাহ হবে। লাগাতার ছেড়ে দেওয়া কবিরা গুনাহের শামিল। রদ্দুল মুহতার ২/৪৯৫।


🏵️রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তারাবি নামাজের জন্য রাতের কোনো বিশেষ সময়কে নির্দিষ্ট করে দেননি।তবে তারাবি নামাজ অবশ্যই এশার নামাজের পর থেকে সুবহে সাদিকের পূর্ববর্তী সময়ের মধ্যে আদায় করতে হবে। নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম বেশিরভাগ সময় রাতের শেষাংশে তারাবি আদায় করতেন। এবং প্রথমাংশে বিশ্রাম নিতেন।





🏵️তিনি কখনও ৮ রাকাত কখনো ১৬ রাকাত আবার কখনো ২০ রাকাত তারাবি নামাজ আদায় করেছেন। কিন্তু বিশেষ কারণবশত নিয়মিত ২০ রাকাত পড়তেন না।কেননা তিনি কোন কাজ নিয়মিত করলে তা উম্মতের জন্য ওয়াজিব তথা অত্যাবশ্যকীয় হয়ে যায়।
এ কারণে করুণা দৃষ্টির কারণে তিনি তার আমলে প্রতিনিয়ত ২০ রাকাত তারাবি জামাত হতে দেননি। যার দরুন সালাতুত তারাবীহ সুন্নত ওয়াজিব নয় ।তবে সুন্নাতে মুয়াক্কাদা বা জরুরি সুন্নত।
     
🏵️ 20 রাকাত তারাবি নামাজ হওয়ার পক্ষে দলীল সহীহ হাদীসে হযরত ইবনে আব্বাস( রাঃ ) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে বিনা জামাতে একাকী ২০ রাকাত তারাবি নামাজ আদায় করতেন। অতঃপর বিতর নামাজ পড়তেন।
                                         বায়হাকী





রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর তারাবি নামাজ ওয়াজিব হয়ে যাওয়ার সম্ভাবনা আর থাকেনি।


তবে আমার মতে তারাবি নামাজ যে যত বেশি পড়বে সেই ততবেশি সোয়াবের অধিকারী হবে।
যে ব্যক্তি ৮ রাকাত পড়বে তিনি ৮ রাকাতের সওয়াব পাবেন  । জিনি ১০ রাকাত পড়বেন তিনি ১০ রাকাত অনুযায়ী সওয়াব পাবেন  যিনি বার রাকাত পড়বেন তিনি বার রাকাতের সোয়াব পাবেন। আর যিনি পুরোপুরি ২০ রাকাত পড়বেন তিনি অবশ্যই সবার থেকে বেশি সওয়াব পাবেন।
নিজে তারাবি নামাজ পড়ুন অপরকে তারাবি নামাজের ফজিলত সম্পর্কে জানান।

Post a Comment

Previous Post Next Post