বছরের পবিত্রতম এবং শ্রেষ্ঠতম মাস
‘মাহে রমজান’ আমাদের দরজায় কড়া নাড়ছে। অল্প ক’দিন পরই বিশ্বের কোটি কোটি মুসলমান এই মহান মাসে সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোনিবেশ করবেন।
আগামী 14 এপ্রিল রমজান শুরুর সময় ধরে সেহরি ও ইফতারের সময়সূচি প্রস্তুত করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ইসলামিক ফাউন্ডেশন থেকে মেইলে 1441 হিজরী রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি গণমাধ্যমে পাঠানো হয়েছে।
রমজান মাসে আল্লাহর প্রিয় বান্দারা দিনে রোজা রাখে এবং রাত্রে তারাবি নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে থাকেন। আল্লাহপাক দিনে পানাহার এবং স্ত্রী সঙ্গম নিিষেধ করেছেন।
মানুষ দিনে রোজা রাখবে এবং রাত্রে এবাদত এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে। আল্লাহপাক রোজা কে করেছেন ফরজ আর তারাবি নামাজ হচ্ছে হুযুর সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সুন্নত।
হাদিসে পাকের মধ্যে আসছে রোযা হচ্ছে ঢাল স্বরূপ। অর্থাৎ রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল হিসেবে কাজ করে। অতএব রোজা শুধুমাত্র পানাহার নয়, রোজা মানুষকে যাবতীয় পাপাচার থেকে ফিরাইয়া রাখে। রোজাদার চাইলেই কোন পাপ কাজে লিপ্ত হতে পারে না।
সিয়াম সাধনার মাধ্যমে বান্দার তাকওয়া এবং ফরেজগারি বৃদ্ধি পায়।
রমজান মাসে কতগুলো বিশেষ আমল রয়েছে। তার মধ্যে বেশি বেশি কুরআন তেলাওয়াত করা, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়া, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়া, জাহান্নাম থেকে পানাহ চাওয়া জান্নাত পাওয়ার দোয়া করাএবং দুরুদ শরীফ পাঠ করা।
রমজানের তারাবি নামায এক অনন্য এবাদত। পুরো 30 পারা কোরআন শরীফ তারাবি নামাজের মধ্যে পড়া হয় রমজান মাসে। অতএব কেউ যদি পুরো বছর কোরআন শরীফ খতম করতে নাও পারে সে কিন্তু রমজানের তারাবীর মাধ্যমে কুরআন শরীফ খতম করতে পারেন।
রমজান মাসে কতগুলো বিশেষ আমল রয়েছে। তার মধ্যে বেশি বেশি কুরআন তেলাওয়াত করা, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়া, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়া, জাহান্নাম থেকে পানাহ চাওয়া জান্নাত পাওয়ার দোয়া করাএবং দুরুদ শরীফ পাঠ করা।
রমজানের তারাবি নামায এক অনন্য এবাদত। পুরো 30 পারা কোরআন শরীফ তারাবি নামাজের মধ্যে পড়া হয় রমজান মাসে। অতএব কেউ যদি পুরো বছর কোরআন শরীফ খতম করতে নাও পারে সে কিন্তু রমজানের তারাবীর মাধ্যমে কুরআন শরীফ খতম করতে পারেন।
রমজানের আরও বিশেষ আমল হলো সেহরি খাওয়া এবং ইফতার করা। ইফতারের সময়়়় আল্লাহ পাক দোয়া়া কবুলের
Tags:
Islamic idea

