মা আ লিক--- মা আ লিক,,
একটি ঘর বানিয়ে দিও,,,,।।
একটি ঘর বানিয়ে দিও,,,,।।
মালিক তুমি জান্নাতে,,,
তোমার কাছে আমায়
একটি ঘর
বানিয়ে দিও ও ওও।।
তোমার কাছে আমায়
একটি ঘর
বানিয়ে দিও ও ওও।।
১.সেই বিভীষিকাময় মহা দিনে
তোমার প্রতিবেশী করে নিও। ঐ
তোমার প্রতিবেশী করে নিও। ঐ
মালিক তুমি জান্নাতে
তোমার কাছে আমায়
একটি ঘর বানিয়ে দিও।।
তোমার কাছে আমায়
একটি ঘর বানিয়ে দিও।।
২.যেদিন কেহ
আসবে না কারো
কোন কাজে
যেদিন পাপী
পাপের বোঝায়
মরবে লাজে।
আসবে না কারো
কোন কাজে
যেদিন পাপী
পাপের বোঝায়
মরবে লাজে।
পুলসিরাত পার হতে গিয়ে
পিছলে যাবে কত পথিক
আবার কেহ পূর্ণ নিয়ে
পার হয়ে যাবে ঠিক ঠিক।
পিছলে যাবে কত পথিক
আবার কেহ পূর্ণ নিয়ে
পার হয়ে যাবে ঠিক ঠিক।
সে মহা দিনে
মহা ক্ষণে ।।
মহা ক্ষণে ।।
পার করে তুমি দিও। ঐ
৩.তুমি দিও
হাউজে কাউসারের পাশে স্থান
দিও তুমি
শীতল আরশ এর
নিচে সম্মান।
হাউজে কাউসারের পাশে স্থান
দিও তুমি
শীতল আরশ এর
নিচে সম্মান।
প্রিয় রাসূলের ,প্রিয় উম্মত
উড়র্তে যাবে মহা বিচার।।
পরমানন্দের
জান্নাতে ,
উড়র্তে যাবে মহা বিচার।।
পরমানন্দের
জান্নাতে ,
সাজাবে নব সংসার।
সে মহানন্দে জান্নাতে।।
নদীর পাশে যায় কাদিও। ঐ
নদীর পাশে যায় কাদিও। ঐ
জাযাকাল্লাহ বিল খায়ের
" মশিউর ভাই কে"
" মশিউর ভাই কে"
Tags:
Islamic idea
