স্মার্টফোনের নিত্য নতুন আপডেট জানার আগ্রহ নেই এমন ব্যবহারকারীর সংখ্যা তুলনামূলক অনেক কম। সবাই চায় তার ফোনটি আপডেট থাকুক। মোবাইল এখন আমি সবার হাতে হাতে যা কম্পিউটার হিসেবে কাজ করে।
স্মার্টফোনের জনপ্রিয়তা য় ফিচার ফোন যেখানে বিলুপ্তির পথে অন্যদিকে প্রতিনিয়ত আপ ডেট হচ্ছে স্মার্টফোনের ফিচার গুলো।
প্রতিটি কোম্পানি তাদের নতুন নতুন ফিচার নিয়ে আসছে বাজার দখলের উদ্দেশ্যে। ইতিমধ্যেই ক্যামেরা রেম রম মেমরি তাদের ক্ষমতাকে প্রতিনিয়ত এই আপডেট করে চলেছে স্মার্টফোন নির্মাতা রা ।
তবে এবারে স্মার্টফোনের বাজারে ভিভো নিয়ে এল বিভিন্ন ধরনের প্রযুক্তির স্মার্টফোন।। যেখানে থাকবে না কোন বাটন খুঁজে পাওয়া যাবে না কোন ছিদ্র এবং সেই সঙ্গে এতে কোন চার্জিং পয়েন্ট ও থাকছে না।
বাটন ছিদ্র ও port বিহীন অত্যাধুনিক টেকনোলজি র স্মার্টফোন এটি।।ফোনটি তৈরি করেছে মেইজু নামে একটি চীনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা।।
তারা এর নাম দিয়েছে
##মেইজু জিরো।##
চীনা প্রতিষ্ঠান এমন ফোন প্রকাশের পাশাপাশি একই প্রযুক্তির ফোন বাজারে এনেছে ভিভো।। হাজারদুয়ারি ফোনের নাম :
₹₹₹ ভিভো আপেক্স 2019##
দুটি ফোনে নেই কোন বাটন নেই কোন ছিদ্র নেই কোন পোর্ট। এতে নেই কোন স্পিকার এর জায়গা। তাই নয় চার্জিং পয়েন্ট ও খুঁজে পাওয়া যাবে না স্মার্টফোনের কোথাও।
এমন নতুন প্রযুক্তির স্মার্টফোনের বিষয়ে বিষয়ে অনেকেই ইতিমধ্যে কোন দুটি নিয়ে হৈচৈ পড়ে গেছে।
Vivo apex2019 -rs.43,999.00
Maizu zero -rs.38000
![]() |
| ছবি: ইন্টারনেট |
Tags:
technology
