... ফোনের স্টোরেজ বাড়াবে google!! জানা অজানার ইন্টারনেট

ফোনের স্টোরেজ বাড়াবে google!! জানা অজানার ইন্টারনেট

Smartphone এর জন্য গুগল পারেনা এমন কি আছে? এখন থেকে গুগল নোটিফিকেশন এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে আপনার ফোনের স্পেস কতটুকু আছে বা নেই।
Smartphone storage কম বা বেশী ।
ফোনের স্টোরেজ নিয়ে আমাদের কনফিউশন থাকে সবসময়। এই সমস্যার সমাধানের লক্ষ্যে গুগোল সাহায্য করবে। কিভাবে বিস্তারিত:



স্মার্টফোনের গুলিতে স্টোরেজের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে।তবে এখনো যেসব অ্যান্ড্রয়েড ব্যবহারকারী শুধু অভ্যন্তরে  স্পেসের উপর নির্ভরশীল তাদের স্মার্ট ফোনের ডাটা স্টোরেজ নিয়ে ভাবনার মধ্যে থাকতে হয়। অনেক সময় আমরা এমন কিছু অ্যাপস ব্যবহার করি যা খুব স্বল্প সময়ের জন্য ব্যবহার হয় কিন্তু স্মার্ট ফোনের স্টোরেজ স্পেস অনেক জায়গা দখল করে রাখে ওই অ্যাপস গুলো।



এখন থেকে সেসব স্বল্প ব্যবহৃত অ্যাপস গুলো সম্পর্কে সতর্ক বার্তা পাঠাবে গুগল।কেন ব্যবহারকারীরাও অ্যাপস গুলো আনইন্সটল করার মাধ্যমে তাদের স্টোরেজের স্পেস খালি করতে পারে।।



ইতিমধ্যে এই ফিচারটি বিশ্বজুড়ে কিছু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য মুক্ত করে দেওয়া হয়েছে।গুগল জানিয়েছে প্লে স্টোরের এই নতুন ফিচারটি হয়তো সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য চালু করা হবে না।
এমনকি এটি শুধু পরীক্ষামূলক প্রকল্প হিসেবে ও রয়ে যেতে পারে বলে জানিয়েছে গুগল।

প্লেস্টোর এই সুপারিশগুলো ব্যবহারকারীদের নোটিফিকেশন আকারে পাঠাবে। এটি ট্যাপ করলে ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনের আলোচিত অযাচিত অ্যাপস গুলো দেখতে পাবেন যেগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছে না। তারপর ব্যবহারকারীরা সেই অ্যাপস গুলো মুছে দিতে পারবেন।




এছাড়া এখন থেকে গুগল ব্যবহারকারীরা একই সঙ্গে একাধিক অ্যাপস ডাউনলোড করতে পারবেন। এজন্য আপনি যে অ্যাপ ডাউনলোড করতে চান সেগুলো নির্বাচন করেন ইন্সটল করুন।আপনার বাছাই করা অ্যাপ গুলো প্লে স্টোর থেকে পর্যায়ক্রমে ডাউনলোড হয়ে যাবে।


Source: gadget now.
ফোনের স্টোরেজ বাড়াতে সাহায্য করবে গুগোল

Post a Comment

Previous Post Next Post