... স্মার্ট ফোনের সফটওয়্যার আপডেট করার কিছু প্রক্রিয়া। জানার জন্যে ইন্টার্নেট।।technoboybd

স্মার্ট ফোনের সফটওয়্যার আপডেট করার কিছু প্রক্রিয়া। জানার জন্যে ইন্টার্নেট।।technoboybd

স্মার্ট ফোনের সফটওয়্যার কিছুদিন পর পর আপডেট করতে হয়। এই কাজটি অনেকের কাছে কিরকম লাগে আমি জানিনা তবে আমার কাছে বিরক্তিকর ঝামেলাপূর্ণ।আবার অনেকেই বিষয়টি সম্পর্কে কিছুই জানে না।আবার ব্যস্ততার জন্য আপডেট করার খবর থাকে না। অনেকে তো এ বিষয়টা এড়িয়ে চলেন। তবে সফটওয়্যার আপলোড করলে স্মার্টফোন ভালো থাকে। সফটওয়্যার আপডেট দিলে ফোন স্লো হবে না বারবার হ্যাং করবে না।
সফটওয়্যার আপডেট করবেন যেভাবে।
1। প্রথমে আপনার ফোনের সেটিং অপশনে যেতে হবে।

2। এন্ড্রয়েড ফোনে সেটিং খোলার পর উপরের সার্চ অপশন আসে বেশিরভাগ ক্ষেত্রে। সার্চ অপশনে গিয়ে টাইপ করুন আপডেট। এখানেই স্মার্ট ফোনের সিস্টেম আপডেট সম্পর্কে জানা যাবে।

3। ওই সিস্টেম আপডেট অপশনে ক্লিক করুন।
4। তারপর ক্লিক করুন চেক now বা check  পর আপডেট অপশন।
5।এখানে আপনার ডিভাইসের আপডেট থাকলে নোটিফিকেশন দেওয়া থাকবে। যদি থেকে থাকে তাহলে ডাউনলোড অপশনে ক্লিক করুন। এমনিতেই সেটি ইন্সটল হতে থাকবে।আপডেট হয়ে যাওয়ার পর আপনাদের দিভাইস টি অনেক বার রিস্টার্ট নিতে পারে যে ভয়ের কোন কারণ নেই।
6। যদি স্টেপ 4 এরপর হ্যান্ডসেটটিতে কোন পরিবর্তন না হয় তাহলে মনে করবেন ডিভাইসটি ম্যানুপেক্সারের  মাধ্যমে আপডেট হয়ে লেটেস্ট ভার্সন রয়েছে।
সফটওয়্যার আপডেটের মাধ্যমে আপনি আপনার ফোনটি কি স্লো হওয়া থেকে বাঁচাতে পারেন এবং ফোনের স্পিড ঠিক রাখতে পারেন। তাই মাঝে মাঝে স্মার্ট ফোন কে আপডেট দিতে হয়। অর্থাৎ সফটওয়্যার আপডেট দিতে হয়।

Post a Comment

Previous Post Next Post