মানুষের চোখ 576 মেগা পিক্সেল!!!
কোন ফোন কত মেগাপিক্সেল তা জানার জন্য আমাদের আগ্রহ কম নয়।আমরা নতুন কোন স্মার্টফোন কেনার সময় দেখে নেই ওই স্মার্ট ফোনের ফ্রন্ট ক্যামেরা কত মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা কত মেগাপিক্সেল? যে মোবাইলের ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি সেই মোবাইলের ছবি তত্ত্ব ভালো আসে। মেগা ফিক্সেল হচ্ছে ক্যামেরার লেন্সে তোলা ছবির আয়তনের একক।
এখন জেনে নেই ফিক্সেল আসলে কি জিনিষ?
Pixel ইংরেজি শব্দ পিক্সেল বলতে কোন গ্রাফিক্স ছবির ক্ষুদ্রতম অংশকে বোঝায়। Pixele এর হিসাব থেকে ছবি বিষয়ক যাবতীয় তথ্য জানা যায়।
1.4 মেগাপিক্সেল মানেে 14 লক্ষ Pixel।
অর্থাৎ 14 লক্ষ pixel এর সমন্বয়ে তৈরি হওয়ার ছবি।।
ডিজিটাল ছবির মাপ থাকে 4:3। সুতরাং 1.3 মেগাপিক্সেল ছবিতে 1280 : 980 এই রেসিউতে পিক্সেল থাকবে।
এটিই ছবির ক্ষুদ্রতম একক দ্বারা অভ্যন্তরে আর কোন ভগ্নাংশ নেই অর্থাৎ পিক্সেল ছবির অতি ক্ষুদ্র অংশের প্রতিনিধিত্ব করে। প্রত্যেক পিকচার এর নিজস্ব অবস্থান বা খুঁজে পাওয়ার ঠিকানা রয়েছে । কারণ কি ছেলের অবস্থান নির্দিষ্ট স্থানাঙ্কের সাথে সম্পর্কযুক্ত। কারণ পিক্সেল সাধারণত দ্বিমাত্রিক তলে সাজানো থাকেএবং ডট বাঁ চার কোন আকৃতির হয়। যার প্রতিটি অবস্থানের আলাদা স্থান অংক বা কোঅর্ডিনেট থাকে। Pixel যত ছোট হয় তা তত বেশি নির্ভুলভাবে একটি ছবির প্রতিনিধিত্ব করে।
1 মেগা পিকচাল =10 লাখ ফিক্সেল
বাজারের 2 থেকে 41 মেগাপিক্সেল ক্যামেরার ফোন পাওয়াা যায়। কিন্তু্তু্তু্তু আমাদের খুব কাছেই রয়েছে বিশ্বের সব চাইতে শক্ততি মান cemera। তা হলো মানুষের চোখ। মানুষের চোখে রয়েছেে 576 মেগাপিক্সেল এর ক্যামেরা। সেজন্যই মানুষ প্রায় এক কোটি রং আলাদা ভাবেে দেখতে পায়।।
Pixel হচ্ছে ছবির প্রাণ, ছবির ক্ষুদ্রতম অংশ যা খালি চোখে দেখা যায় না।
একটি ছবির জন্য যদি দৈর্ঘ্যে 3000 pixel আর প্রস্তে 2000 পিক্সেল থাকে তাহলে পুরো ছবির আয়তন দাঁড়ায় 60 লাখ পিক্সেল। এটি হবে 6 মেগা পিক্সেল এর ছবি।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী 1000000( )পিক্সেল সমান 1 মেগাপিক্সেল ।এই মেগাপিক্সেল ই ক্যামেরার লেন্সে তোলা ছবির আয়তনের একক।
সাধারণত বলা হয়ে থাকে যে, স্থির দৃষ্টিতে একটি স্থিরচিত্র হিসেবে মানুষের চোখ ৫৭৬ মেগা পিক্সেলের ছবি গ্রহণ করতে পারে। তবে চলমান ছবি বা ভিডিও মানুষের চোখ ৭৭৭.৬গিগাপিক্সেল/সেকেন্ড পর্যন্ত চিত্রগ্রহণ করতে সক্ষম।
পিক্সেলের প্রাবল্য বা ইনটেনসিটি একটি চলরাশি। রঙিন ছবির প্রতিটি পিক্সেলে তিন বা চারটি চলকের মান থাকতে পারে। লাল সবুজ নীল কিংবা সায়ান মেজেনটা হলুদ কাল।
![]() |
| মানুষের চোখ ৫৭৬ Mbps |
কত মহান আল্লাহতালা। কত বিস্ময়কর তার সৃষ্টি। যিনি চোখের মধ্যে এত বেশি পাওয়ার দিয়ে রেখেছেন। এই চোখের যত্ন অবশ্যই নেওয়া উচিত। প্রয়োজনের চশমা ব্যবহার করা যেতে পারে। যাদের চোখের সমস্যা তারা অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার চোখ আপনার জন্য মহামূল্যবান সম্পদ। যার চোখ নেই সেই বুঝে তা কি জিনিস।
| সূরা মুলক আয়াত -২৩ |
অন্ধ লোক তো আর পৃথিবীর সৌন্দর্য উপলব্ধি করতে পারে না। মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের একটি হচ্ছে চোখ। মহান সৃষ্টিকর্তা আপনাকে যে মূল্যবান সম্পদ দান করেছেন তার জন্য অবশ্যই শুকরিয়া আদায় করা দরকার। অবশ্য তা কেয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ হবে না।
Tags:
technology

