... 5G গ্রাহক করা?

5G গ্রাহক করা?

   1 সেকেন্ডে সিনেমা downlod !!
ফাইভ-জি মানেই হাই স্পিড ইন্টারনেট । ফাইভ-জি মানে এক সেকেন্ডে তিন ঘন্টার সিনেমা ডাউনলোড। দক্ষিণ কোরিয়া বিশ্বের প্রথম দেশ যারা নাকি এই ফাইভ জি ইন্টারনেট সেবা চালু করেছে। ইতিহাসের খাতায় নাম লিখিয়েছে। ফাইভ জি সেবা আনুষ্ঠানিকভাবে  চালু হয়েছে 5এপ্রিল 2019 শুক্রবার।
এবার বিশ্বের প্রথম পাঁচ জন ফাইভ-জি গ্রাহকের নামের তালিকা প্রকাশ করলেও জনপ্রিয় মার্কিন ম্যাগাজিন ফোভর্স।



পৌষের রিপোর্টে এসকে টেলিকম এর প্রথম পাঁচজন 5g গ্রাহকের নাম সামনে এসেছে। এসকে টেলিকম জানিয়েছেন তাদের সবচেয়ে পুরনো গ্রাহক কে সবার আগে ফাইভ জি সেবা ব্যবহারের সুযোগ দেওয়া হবে। তিনি হবেন বিশ্বের প্রথম ফাইভ-জি গ্রাহক।


ছবি: ইন্টার্নেট

বিশ্বের প্রথম পাবজি গ্রাহকের নাম প্রকাশ করা হয়েছে।
1। কোরিয়ার ফর আইডল গ্রুপ এক্স ও এর বাইক হুইন ও কাই।
2। অলিম্পিক মেডেল জয়ী কিম ইয়ু না।
3। স্পোর্টস প্লেয়ার লি সাং হেয়ক।
4। প্যারা সুইমার ইয়ুন সুন হেয়ক।
5। আর কোম্পানির সবচেয়ে পুরনো সাবস্ক্রাইবার পার্ক জেইওন
প্রথম 5G গ্রাহকের তকমা নিয়ে নেবেন।
Thinking
Collected news।

Post a Comment

Previous Post Next Post