... ফাইন্ড মাই ফোন- এই অ্যাপ দিয়ে আপনার ফোনের

ফাইন্ড মাই ফোন- এই অ্যাপ দিয়ে আপনার ফোনের

ছবিঃ ইন্টারনেট



                                #####ফাইন্ড মাই আইফোন ####

 
অনেক সময় আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের স্মার্টফোনটি সাইলেন্ট করে দেই।যেমন ধরুন মিটিংয়ে, নামাজের সময় অথবা গুরুত্বপূর্ণ কোন কাজের সময়। কিন্তু সেই সাইলেন্ট থেকে নরমাল মুডে অন করতে আমরা বেশিরভাগ সময়ই ভুলে যাই। ফলে যেটা হয় ফোনটি কোথাও রাখলে সেটি খুঁজে পেতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়।
তবে সাইলেন্ট মুডে থাকা ফোনটি খুজে পাওয়া সম্ভব বিশেষ করে আইফোন ব্যবহারকারীদের জন্য এটি আরও সহজ। কিভাবে?

"ফাইন্ড মাই্  ফোন" ফিচারের সঙ্গে বেশিরভাগ আইফোন ব্যবহারকারী পরিচিত। সবার ধারণা শুধু হারিয়ে যাওয়া ডিভাইসটির অবস্থান কিংবা হারিয়ে যাওয়ার সময় এটি লক করার ক্ষেত্রে কার্যকর। ঠিক সেরকম বিষয় নয়।
কিন্তু এই ফিচারটি সাইলেন্ট(silent) মুডে থাকা যে কোন smart phone খুজে পেতে কার্যকরী ভূমিকা রাখতে পারে, তবে এক্ষেত্রে কিছু কাজ করতে হবে।

                ********আসুন জেনে নেই কিভাবে এটিকে অ্যাক্টিভ করতে হয়?*****************


১. প্রথমে স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ  নিশ্চিত করতে হবে।


২. ফোনের "ফাইন্ড মাই ফোন" নামের ফিচারটি একটিভ আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে হবে।

৩. প্রথমে ম্যাক বা পিসি থেকে এই ঠিকানায় find-your-phone যেতে হবে। এবার সাইটে লগ ইন করতে হবে ।
তখন বামদিকের সংযুক্ত ডিভাইসের একটি তালিকা দেখা যাবে। সেখান থেকে আপনার ফোনটি সন্ধান় করতে হবে এবং এটি তে ক্লিক করতে হবে।
তখন ডান দিকে থাকা মানচিত্র টি জুম in করলে থ্রিডি উপস্থাপনা সহ ফোনটির অবস্থান দেখা যাবে।

৪.তখন    পর্দার নিচের "প্লে সাউন্ড" অপশনে ক্লিক করতে হবে। তাহলে সেটি সজোরে বাজতে শুরু করবে।
৫.   অবস্যই  আপনার ফোনের gmail account এক্টিব  থাকতে হবে। যারা জিমেইল এক্টিব করেনি তারা আজই জিমেইল এক্টিব করে নিবেন । জাতে আপনার হারিয়ে জাওয়া ফোন টি ফিরে পেতে সহজ হয়।
৬. find my phone app টি আগে থেকেই install করে রাখতে হবে ।

 7.আপনার Google অ্যাকাউন্টের সাথে যুক্ত ইমেল ঠিকানাটি অ্যাক্সেস করতে হবে।
আমার ডিভাইসটি খুঁজুন Google Play Protect থেকে।




ধন্যবাদ ।।


Post a Comment

Previous Post Next Post