#####বিসমিল্লাহির রাহমানির রাহিম####**
ইন্টারনেট ছাড়া চলেই না। কথাটা কি আসলেই ঠিক?
স্মার্ট ফোন থাকবে অথচ ইন্টারনেট থাকবে না এটা হতেই পারে না।
স্মার্ট ফোন আছে অথচ ইন্টারনেট নেই এটা অস্বাভাবিক। স্মার্টফোনে ইন্টারনেট খরচ অনেক বেশি। বিভিন্ন উপায় অবলম্বন করে স্মার্টফোনের ইন্টারনেট খরচ কমানো সম্ভব। আসুন দেখে নেয়া যাক কিভাবে এটি করা যায়?
স্মার্ট ফোন আছে অথচ ইন্টারনেট নেই এটা অস্বাভাবিক। স্মার্টফোনে ইন্টারনেট খরচ অনেক বেশি। বিভিন্ন উপায় অবলম্বন করে স্মার্টফোনের ইন্টারনেট খরচ কমানো সম্ভব। আসুন দেখে নেয়া যাক কিভাবে এটি করা যায়?
Data setting:
আপনার ফোনে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কিছু সেটিং রয়েছে যেগুলোকে ব্যবহার করা জরুরি।যেমন আপনার ফোনটি কে ওয়াইফাই হট স্পট হিসেবে ব্যবহার করা যায়।ওয়াইফাই ভিত্তিক কিছু অ্যাপস যেমন শেয়ারইট ব্যবহারের সময় আপনার অজান্তেই স্বয়ংক্রিয়ভাবে অনেক সময় হটস্পট চালু হয়ে যায়।তা না হলে আপনার ওয়াইফাই অন্য কেউ ইউজ করতে পারে।ওয়াইফাই ব্যবহারের সময় অবশ্যই পাসওয়ার্ড ইউজ করতে হবে। পাসওয়ার্ড থাকলে অন্য কেউ আপনার ইন্টারনেট এর ডাটা ইউজ করতে পারবে না।কাজ শেষ হওয়ার পর অবশ্যই ডাটা কানেকশন বন্ধ থাকবে।
ডাটা সেটিংস অ্যাপ এর ব্যবহার:
০ এমন অনেক অ্যাপস আছে যেগুলো কম ডাটা খরচে ব্যবহার করা যায়। যেমন অপেরা নিউজ ইউসি ব্রাউজার অপেরা মিনি। এ ধরনের বাজারগুলিতে ডাটা সেটিংস মুড রয়েছে।এমন ব্যবহার করে আপনি 80% পর্যন্ত ব্রাউজিং খরচ বাঁচাতে পারবেন।
DatA রেস্ট্রিকশন: লিংক ভিডিও: bit.ly/2W9vSqV
bit.ly/2W9vSqV
bit.ly/2W9vSqV
স্মার্টফোনে যখন ডাটা অন থাকে তখন আপনি যদি ব্রাউজ নাও করেন তাতেও ডাটা খরচ হয়ে থাকে। এক্ষেত্রে বেশিরভাগ অ্যাপস ইন সার্ভিস সচল রাখার জন্য ব্যাকগ্রাউন্ড ডাটা ব্যবহার করে। ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করে ডাটা খরচ কমাতে পারেন।।
এবার দেখা যাক যে সকল অ্যাপস এর ব্যাকগ্রাউন্ড ডাটা অন থাকে সেগুলোর মধ্যে কিছু অ্যাপস হচ্ছে,
হোয়াটসঅ্যাপ, ভাইবার ,প্লে স্টোর ,গুগোল অ্যাপস, মেসেঞ্জার ইত্যাদি।এই অ্যাপস গুলো আপনি অন্য কাজ করার সময় ও অকারণে ডাটা কাটতে থাকে। এর থেকে বাঁচতে
প্রথমে আপনার সেটিং অপশনে গিয়ে
##ডাটা ইউজেস
##ডাটা ইউজেস
তারপর রিস্কট্রেক্ট বাকগ্রুন্ড অপশনে টিক দিয়ে
দিন।
দিন।
আপনার নোটিফিকেশন বার একটি বিস্ময় সূচক চিহ্ন দেখাবে । এর মানে হচ্ছে অ্যাপস গুলি আর ডাটা চুরি করে ব্যবহার করতে পারবে না।
শুধুমাত্র প্রয়োজনীয অ্যাপস় গুলি চালু রাখুন:
জে টু স্মার্টফোন ইউজ করেন সেহেতু নিশ্চয়ই ইন্টারনেটভিত্তিক কোন একটি বা একাধিক ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ব্যবহার করে থাকেন।এর মাঝে এমন একটি অ্যাপ থাকতে পারে যে টিকে সব সময় চালু রাখা দরকার।
যদি ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করে রাখেন তবে সবগুলো একত্রে ব্যাকগ্রাউন্ড বন্ধ হয়ে থাকবে।
এই সমস্যা থেকে বাঁচতে
১। সেটিং
২।ডাটা ইউজ
২।ডাটা ইউজ
সেখানে গিয়ে দেখতে পাবে ন সব গুলো অ্যাপ একত্রে দেখাচ্ছো। উনা কি পরিমান ডাটা খরচ করছে সেটাও আপনি দেখতে পারবেন এখানে।এখন একটু সময় নিয়ে অ্যাপ এ ক্লিক করে ভেতরে প্রবেশ করুন এবং যে অ্যাপ গুলি চালু রাখা দরকার সেগুলো বাদ দিয়ে বাকি গুলো রেস্ট্রিক্টেড করে দিন।
সিকিউরিটি অ্যাপ এর ব্যবহার:
বিভিন্ন সিকিউরিটি এ্যাপ ব্যবহার করে আপনি ডেটা খরচ কমাতে পারবেন খুব সহজে।এই অ্যাপ গুলো দ্বারা আপনি জানতে পারবেন কোন অ্যাপস গুলি আপনার ডেটা চুরি করছে? সেটিংস এর মাধ্যমে আপনার পারমিশন ছাড়া সেগুলো ডাটা ব্যবহার করতে পারবে না।
এর মধ্যে রয়েছে সি এম সিকিউরিটি, 360 সিকিউরিটি ইত্যাদি অ্যাপস।এই অ্যাপস গুলোর দ্বারা ডাটা প্রোটেকশন ছাড়াও ভাইরাস, হ্যাকিং থেকে সুরক্ষিত থাকবে।
এর মধ্যে রয়েছে সি এম সিকিউরিটি, 360 সিকিউরিটি ইত্যাদি অ্যাপস।এই অ্যাপস গুলোর দ্বারা ডাটা প্রোটেকশন ছাড়াও ভাইরাস, হ্যাকিং থেকে সুরক্ষিত থাকবে।
Tags:
technology
