###আমার দিনটা যেন মোমের বাতি###
আমার দিনটা যেন মোমের বাতি
গইলা গইলা যায়
আমি বুঝি না যে,
আমি বুঝি না যে,
কেমন করে কোথায় চইল্যা যায় ।।
আমার দিনটা যেন মোমের বাতি
গইলা গইলা যায় ।।
কাজের সারি সামনে থাকে খাড়া
বাটিতে যায় ছোটে স্রোতের ধারা আ ...।
কাজের সারি সামনে থাকে খাড়া
বাটিতে যায় ছোটে স্রোতের ধারা।
আমি বুঝিনা তার কিছুই যেন কেবল নিরুপায়।
আমি বুঝিনা তার কিছুই যেন কেবল নিরুপায়।।
আমার দিনটা যেন মোমের বাতি
গইলা গইলা যায় ।।
ঝরা পাতা যাচ্ছে ঝরে ঝরে
তারে আমি বাঁধবো কেমন করে।
ঝরা পাতা যাচ্ছে ঝরে ঝরে
তারে আমি বাঁধবো কেমন করে।
গলে গলে বরফ আমার
যায় ফুরিয়ে যায়।।
গলে গলে বরফ আমার
যায় ফুরিয়ে যায়।।
বক্ষ আমার দুরু দুরু কাঁপে
যাচ্ছি পুড়ে কোন আগুনের তাপে।।
কোন বাতাসে যাচ্ছে ভেসে কোন সু দূরের
গায়।
কোন বাতাসে যাচ্ছে ভেসে কোন সু দূরের
গায়।
আমার দিনটা যেন মোমের বাতি
গইলা গইলা যায়
আমি বুঝি না যে,
আমি বুঝি না যে,
কেমন করে কোথায় চইল্যা যায় ।।
আমার দিনটা যেন মোমের বাতি
গইলা গইলা যায় ।।
Tags:
islamic song
