... বন্ধ মোবাইল কিভাবে খুজবো? ফাইন্ড মাই iphone।।।

বন্ধ মোবাইল কিভাবে খুজবো? ফাইন্ড মাই iphone।।।

   #####ফাইন্ড মাই আইফোন ####
অনেক সময় আমরা বিভিন্ন প্রয়োজনে আমাদের স্মার্টফোনটি সাইলেন্ট করে দেই।যেমন ধরুন মিটিংয়ে, নামাজের সময় অথবা গুরুত্বপূর্ণ কোন কাজের সময়। কিন্তু সেই সাইলেন্ট থেকে নরমাল মুডে অন করতে আমরা বেশিরভাগ সময়ই ভুলে যাই। ফলে যেটা হয় ফোনটি কোথাও রাখলে সেটি খুঁজে পেতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়।

তবে সাইলেন্ট মুডে থাকা ফোনটি খুজে পাওয়া সম্ভব বিশেষ করে আইফোন ব্যবহারকারীদের জন্য এটি আরও সহজ। কিভাবে?


"ফাইন্ড মাই আইফোন" ফিচারের সঙ্গে বেশিরভাগ আইফোন ব্যবহারকারী পরিচিত। সবার ধারণা শুধু হারিয়ে যাওয়া ডিভাইসটির অবস্থান কিংবা হারিয়ে যাওয়ার সময় এটি লক করার ক্ষেত্রে কার্যকর। ঠিক সেরকম বিষয় নয়।

কিন্তু এই ফিচারটি সাইলেন্ট মুডে থাকা যে কোন আইফোন খুজে পেতে কার্যকরী ভূমিকা রাখতে পারে, তবে এক্ষেত্রে কিছু কাজ করতে হবে।

আসুন জেনে নেই কিভাবে এটিকে অ্যাক্টিভ করতে হয়?



১. প্রথমে স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ  নিশ্চিত করতে হবে।



২. ফোনের "ফাইন্ড মাই আইফোন" নামের ফিচারটি একটিভ আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে হবে।


৩.
প্রথমে ম্যাক বা পিসি থেকে এই ঠিকানায় find-my-iphone যেতে হবে। এবার সাইটে লগ ইন করতে হবে ।
তখন বামদিকের সংযুক্ত ডিভাইসের একটি তালিকা দেখা যাবে। সেখান থেকে আই- ফোনটি সন্ধান় করতে হবে এবং এটি তে ক্লিক করতে হবে।
তখন ডান দিকে থাকা মানচিত্র টি জুম in করলে থ্রিডি উপস্থাপনা সহ ফোনটির অবস্থান দেখা যাবে।

৪.
তখন    পর্দার নিচের "প্লে সাউন্ড" অপশনে ক্লিক করতে হবে। তাহলে সেটি সজোরে বাজতে শুরু করবে।


ছবি: ইন্টার্নেট

Post a Comment

Previous Post Next Post