বাজারে এলো স্যামসাং এর5G smartphone।
টুজি থ্রিজি ফোরজি এরপর এবার বাজারে এলো 5g স্মার্টফোন।শুক্রবার ইলেকট্রনিক সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং দক্ষিণ কোরিয়ায় বিশ্বের প্রথম ফাইভ-জি প্রযুক্তি সমর্থিত মোবাইল উন্মোচন করেছে বলে জানা গেছে।
টুজি থ্রিজি ফোরজি এরপর এবার বাজারে এলো 5g স্মার্টফোন।শুক্রবার ইলেকট্রনিক সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং দক্ষিণ কোরিয়ায় বিশ্বের প্রথম ফাইভ-জি প্রযুক্তি সমর্থিত মোবাইল উন্মোচন করেছে বলে জানা গেছে।
এই ফোনের নাম হল স্যামসাং গ্যালাক্সি এস টেন ফাইভ জি। এটি বিশ্বের প্রথম স্মার্ট ফোন যাতে built-in ফাইভ-জি প্রযুক্তি রয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে গত বুধবার বিশ্বের প্রথম দেশ হিসেবে বাণিজ্যিকভাবে ফাইভ-জি প্রযুক্তি সেবা সরবরাহ শুরু করেছে দক্ষিণ কোরিয়া।দেশটিতে তিনটি কোম্পানির ব্যবহারকারীদের এত দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে যে পুরো একটি সিনেমা ডাউনলোড করতে এক সেকেন্ডও রকম সময় লাগছে।
যদিও দক্ষিণ কোরিয়ায় চালুর কয়েক ঘন্টা পরেই যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ টেলিকম প্রতিষ্ঠান আয়োজন ভেরাইজন শিকাগো শহরে বাণিজ্যিকভাবে ফাইভ জি সেবা দেওয়া শুরু করেছে। 1 বছর আগে ডিসেম্বরে বারটি শহরে বাছাইকৃত কিছু ব্যবহারকারীদের জন্য ফাইভ জি সেবা মুক্ত করেছিল ভেরাইজন এর অন্যতম প্রতিদ্বন্দ্বী কোম্পানি এ টি এন্ড টি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে 5 ই এপ্রিল শুক্রবার দক্ষিণ কোরিয়ার 3 টি মোবাইল কোম্পানি এসকে টেলিকম, কে টি ও এলজি ইউ প্লাস পুরো শহর জুড়ে নতুন ফাইভ-জি ফোন গ্যালাক্সি এস টেন জি এর প্রচারণা চালায়।
"
ফাইভ-জি প্রযুক্তি সমর্থন করা এই ফোনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল ভার্চুয়াল রিয়েলিটি কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে দেখাশোনার ছোঁয়া ও গান নেওয়ার মতো সংবেদনশীল অভিজ্ঞতা ।
ফাইভ-জি প্রযুক্তি সমর্থন করা এই ফোনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল ভার্চুয়াল রিয়েলিটি কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে দেখাশোনার ছোঁয়া ও গান নেওয়ার মতো সংবেদনশীল অভিজ্ঞতা ।
ডিসপ্লে ও ইন্টারেটের দ্রুত গতি। বিশেষ করে সরাসরি খেলা দেখা ও বিশ্ববিদ্যালয়ের ক্লাসে অংশ নেওয়ার ক্ষেত্রে নতুন এই স্মার্টফোন এর কার্যকারিতা নিয়ে ব্যাপক উচ্ছাস প্রকাশ করেছে স্মার্টফোন ব্যবহারকারীরা।
"
একজন ক্রেতা সি ম জি হাই (৩৮)বলেছেন আমি প্রায়ই মোবাইলে ভিডিও সিনেমা ও লেকচার শুনে থাকি আশা করছি দ্রুতগতির এই নেটওয়ার্ক আমার সময় বাঁচাতে সাহায্য করবে। আরেক ব্যবহারকারী বলেছেন তিনি এই ফোনটির ভার্চুয়াল রিয়েলিটি (VR) কনটেন্ট নিয়েই বেশি রোমাঞ্চিত।
ফাইভ জি প্রযুক্তির ব্যবহার শুরু নিয়ে গবেষক ই লি সাং উইন এএফপি কে বলেছেন 5g আসায় এখন vr ক নটেন্ট আরো বাস্তব ভাবে দ্রুত সময়ে ও ভালো রেজুলেশনের উপভোগ করা যাবে।
স্যামসাং এর আরেক প্রতিদ্বন্দ্বী LG এবার এমাসেই তাদের ফাইভ-জি প্রযুক্তি সম্পন্ন ফোন
v 50 থিঙ্ককিউ বাজারে আনতে চলেছে ।
লন্ডন-ভিত্তিক সংস্থা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন বলেছে 5g আশায় 2034 সালের মধ্যে বৈশ্বিক অর্থনীতির লাভের খাতায় যুক্ত হতে পারে 565 বিলিয়ন মার্কিন ডলার।
v 50 থিঙ্ককিউ বাজারে আনতে চলেছে ।
লন্ডন-ভিত্তিক সংস্থা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন বলেছে 5g আশায় 2034 সালের মধ্যে বৈশ্বিক অর্থনীতির লাভের খাতায় যুক্ত হতে পারে 565 বিলিয়ন মার্কিন ডলার।
এদিকে দক্ষিণ কোরিয়ায় 5g আসার পর কিছুটা দুশ্চিন্তায় পড়েছে যুক্তরাষ্ট্র। চীন নিয়ন্ত্রিত টেলিকম কোম্পানি হুয়াওয়ের 5g solution কে বর্জন করার জন্য বন্ধু রাষ্ট্রগুলোর ওপর চাপ প্রয়োগ করেছে দেশটি।
অবশ্য দক্ষিণ কোরিয়ায় যে তিনটি কোম্পানি ফাইভ জি সেবা দেওয়া শুরু করেছে তাদের মধ্যে দুটি কোম্পানি তাদের ফাইভ-জি নেটওয়ার্কে হুয়ওয়ের প্রযুক্তি ব্যবহার করে না।
কিন্তু এলজি ইউ প্লাস কোম্পানিটি তাদের ফাইভ-জি নেটওয়ার্ক এ হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার করে থাকে বলে জানা গেছে।
কিন্তু এলজি ইউ প্লাস কোম্পানিটি তাদের ফাইভ-জি নেটওয়ার্ক এ হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহার করে থাকে বলে জানা গেছে।
![]() |
| ছবিঃ ইন্টারনেট |
জানার জন্য ইন্টারনেট ধন্যবাদ।। আশা করি আপনাদের ভাল লেগেছে।
Tags:
technology
