কোটিপতি হতে কে না চায়।কিন্তু যদি শুনেন কেউ গেম খেলে কোটিপতি হয়েছে তাহলে অবাক হওয়ারই কথা। ঘটনাটি আসলেই সত্যি।
মোবাইলে গেম খেলা আমাদের অনেকেরই পছন্দ। অনেকেই গেম খেলে অনেক মজা পান। অনেকেই এমনই গেম খেলেন।গেম খেলেও যে আয় করা যায় তা কি আমাদের জানা আছে? আমরা কি কখনও চিন্তা করেছি গেম খেলে কোটিপতি হওয়া যায়? সত্যিই সত্যিই অবাক হওয়ার মত ব্যাপার । 14 বছর বয়সেই কোটিপতি হয়েছেন এক মার্কিন বালক। তার নাম greepin spaikoski।
সারা দুনিয়ার মা বাবা যখন ছেলে মেয়েদের অতিরিক্ত খেলাধুলা নিয়ে দুশ্চিন্তা করছেন তখন এই বালকের মা বাবা মা বাবা প্রতি বছর গুনছেন কারি কারি টাকা। শুধু অনলাইনে গেম খেলে আয় করে দেড় কোটি টাকা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এই তথ্য টি জানিয়েছে।
পত্রিকাটি জানিয়েছে গ্রিনিফ spikoski নামের এক মার্কিন কিশর দিনে প্রায় 18 ঘণ্টা সময় অনলাইন ভিডিও গেম খেলে ব্যয় করে।
এছাড়াও অনলাইন গেম এর ভিডিও করে নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত পোস্ট করছে। গ্রীন ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 12 লাখেরও বেশি। আর মোট ভিউ এর সংখ্যা সাত কোটি 10 লাখেরও বেশি।
নিজের ইউটিউব চ্যানেলে আর অনলাইন গেম এর পুরস্কার মূল্য মিলিয়ে 2018 সালে তার মোট আয় দুই লাখ মার্কিন ডলার।
![]() |
| ছবিঃ ইন্টারনেট |
সম্প্রতি ইউটিউবে একটি সাক্ষাৎকারে গ্রিনিপের মা কেথলিন জানান ছেলের এই সাফল্য তাকে অবাক করে দিয়েছে। তিনি বুঝে গিয়েছেন অনলাইন গেম এর দুনিয়ায় আরও উন্নতি করবে। জানা গিয়েছে ছেলের এই বিপুল অর্থ উপার্জনের চাপে সম্প্রতি একজন আর্থিক উপদেষ্টার নিয়োগ করা হয়েছে।
Tags:
technology
