🐟🐟🐟 Moto G7power,🐡🐡🐡🐡
স্মার্টফোনের একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চার্জ বেশিক্ষণ থাকে না। এটি অধিকাংশ স্মার্টফোনই দেখা যায়। এর ফলে অনেকেই ফোনের সাথে একটি পাওয়ার ব্যাংক বহন করে থাকে। এটি একটি অতিরিক্ত বিড়ম্বনা বলা যায়। এসব কথা মাথায় রেখে মটোরোলা নিয়ে এলো একটি অভাবনীয় ফোন যার ব্যাটারি 5000 মিলিঅ্যাম্পিয়া।
যার নাম দেওয়া হয়েছে মোটো জি 7 পাওয়ার।
এবার দেখা যাক মটোরোলা কি কি ফিচার নিয়ে এসেছে এই স্মার্টফোনের মধ্যে।
১। ৬.২ ইঞ্চি ম্যাক্স ভিশন ডিসপ্লে।
২। 4 জিবি র্যাম 64gb রম।
৩ ।স্ন্যাপড্রাগন ৬৩২ চিপসেটের স্মার্টফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা যেতে পারে।
৪। দাম 19990 টাকা। বিক্রি করছে স্মার্ট টেকনোলজিস।
5।মটোরোলা জি 7 পাওয়ার অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 9 ব্যবহার করা হয়েছে।
6। ডিভাইসটির নেভিগেশন বার থেকে ব্যবহারকারীরা আনলক মেডিয়া কন্ট্রোল ,স্কিনশট এডিটর, থ্রি ফিঙ্গার স্ক্রীনশট , ফাস্ট ফ্লাশ লাইট ,কুইক ক্যাপচার, পিক ডিসপ্লে ,এ টেন্টিভ ইত্যাদি অপশনে যেতে পারেন।
7। G7 পাওয়ার ফোনের ব্যাটারি ক্ষমতা 5000 মিলিঅ্যাম্পিয়ার এবং 15 ওয়াটের টার্বো চার্জিং সুবিধার ফলে পনেরো মিনিট চার্জে 9 ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।
8। দিবসটি সহজে হাতে রাখা যায়।মটোরোলা জি সেভেন এর ডানপাশে পাওয়ার এবং ভলিউম বাটন রয়েছে। এছাড়া এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টি আছে পেছনদিকে।ফোন হাতে ধরে থাকার সময় ওই সেন্সর যেন আপনি সহজেই অনুভব করতে পারেন সে জন্য কিছুটা ভিন্ন ভাবে তৈরি করা হয়েছে এর ফিঙ্গারপ্রিন্ট সুবিধা।
9। ডিভাইসটির বা পাশে সিম কার্ড ব্যবহারের জায়গা রয়েছে। সিম কার্ড এর পাশেই আছে মেমরি কার্ড সংযোগ করার জায়গা। 512 জিবি পর্যন্ত মেমোরি কার্ড সংযুক্ত করতে পারবেন।
10। ডিভাইসটির নিচের দিকে একটি ইউএসবি পোর্ট রয়েছে স্মার্ট ফোনটিতে 3.5 এম এম হেডফোন জ্যাক রয়েছে।
11। কোনটিতে পেছনদিকে এলইডি ফ্ল্যাশসহ 12 মেগাপিক্সেল এর ক্যামেরা এবং সামনের দিকে 8 মেগাপিক্সেল এর ক্যামেরা রয়েছে।কোনটি দিয়ে ছবি তুলে সেগুলো ডিএনজি ফরমেটে সংরক্ষণ করা সম্ভব।
ধন্যবাদ।। জানা অজানার ইন্টারনেট।।
Tags:
technology
