মানুষের মাথা 10,00,000 GB!!! How much।।
আমরা প্রায়ই কথা বলতে শুনে থাকি যে মেমোরি কার্ড ল্যাপটপ কম্পিউটার হার্ডডিস্ক ও ইউএসবি ফ্লাশ ড্রাইভ এ সব নিয়ে। এ ডিভাইসগুলোর মেমোরি কত অথবা ধারণ ক্ষমতা নিয়ে আমরা একে অপরের সাথে আলাপ-আলোচনা করে থাকি।বাজারে এক থেকে শুরু করে 128 জিবি বা আরো বেশি জিবি মেমোরি কার্ড বা পেনড্রাইভ পাওয়া যায়।কিছু কিছু হার্ডডিক্স পেনড্রাইভ 1000 থেকে 2000 গিগাবাইট পর্যন্ত মেমোরি ধারণ করতে পারে।
কিন্তু আমরা কি কখনো চিন্তা করে দেখেছি মহান আল্লাহ তায়ালা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের মাথায় বা ব্রেনে কত জিবি মেমোরি ফিট করে দিয়েছেন?? জেনে অবাক হবেন বিজ্ঞানীরা ধারণা করছে মানুষের মাথায় 10 লাখ গিগাবাইট মেমরি রয়েছে। তবে এটা আনুমানিক আরো বেশি হতে পারে।
বিজ্ঞানীরা আজও মানুষের ব্রেনের ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা নির্ণয় করতে সক্ষম হননি। তবে বিজ্ঞানীরা বলেছেন আপনি যদি 30 লাখ ঘন্টা বা 342 বছর একনাগাড়ে মস্তিষ্কের মেমোরি কার্ডে সারাক্ষণ ভিডিও ধারণ করেন তাতেও আপনার মস্তিষ্ক নামের সুপার কম্পিউটারের মেমোরি স্পেস পূরণ হবে না। কি আজব ব্যাপার তাই নয় কি।
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সাইকোলজির অধ্যাপক ডক্টর ফল উল্লেখ করেছেন মানুষের মস্তিষ্কে রয়েছে 100 কোটি বা 1 বিলিয়ন নিউরন। প্রতিটি নিউরনে একে অপরের সঙ্গে গড়ে তুলেছে 1000 সংযোগ। যার গাণিতিক সংখ্যা হবে 1 ট্রিলিয়ন এর বেশি।
বিজ্ঞানীরা বলেছেন যদি প্রতিটি নিউরনে একটি করে মেমোরি ধারণ করে তা হলেও কারো জীবন দশায় কখনো মেমরী স্পেস শেষ হবে না বরং এক একটা নিউরন অসংখ্য মেমোরি র্ধারণ করতে সক্ষম।
অধ্যাপক পল উল্লেখ করেছেন যদি কোন সর্বাদনিক ডিজিটাল ভিডিও রেকর্ডার এর মত মেমোরি ধারণ করে তাহলে সেই মেমোরি যদি কোন টিভিতে সম্প্রচার করা হয় তাহলে তা প্রচার করতে তিন শতাধিক বছর লাগবে।
বিজ্ঞানীরা বলেছেন ব্রেইনের মেমোরির ধারণক্ষমতা কমপক্ষে 2.5 পেটাবাইট অর্থাৎ 1 মিলিয়ন জিবি বা 10 লাখ গিগাবাইট।
আলহামদুলিল্লাহ
কোন মেমোরি কেনার জন্য আমাদেরকে অনেক টাকা খরচ করতে হয়। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে সুপার মেমোরি দিয়েছে কোন প্রকার অর্থ খরচ ছাড়াই ।আমরা কি সেই মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করব না। আলহামদুলিল্লাহ।
কোন মেমোরি কেনার জন্য আমাদেরকে অনেক টাকা খরচ করতে হয়। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে সুপার মেমোরি দিয়েছে কোন প্রকার অর্থ খরচ ছাড়াই ।আমরা কি সেই মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করব না। আলহামদুলিল্লাহ।
![]() |
| ছবি:ইন্টার্নেট |
Tags:
technology
