মাওলার এস্কে জলে আগুন
শুনলে কান্না আসলে আমর কিছু করার নাই
মাওলার এস্কে জলে আগুন
নিবাইলে যে নিবে না
ফুড়ে ফুড়ে ছাই হইল
এই যে পাগলের সিনা ।।
ধরা দিয়েও দাওনা ধরা
কাছে থেকেও দাও না সাড়া।।
আমার এই বুকেতে বইছে খরা ।।
না পাওয়ারি জাতনা
ফুড়ে ফুড়ে চাই হইল
এই যে পাগলের সিনা ।
ফুড়ে ফুড়ে চাই হইল
এই যে পাগলের সিনা ।ঐ
মাওলা তোমায় পাবার আসে
গুরি আমি দেশ বিদেশে
আমি তোমার নূরে
যাব মিশে
দূরে ঠেলে দিও না
ফুড়ে ফুড়ে চাই হইল
এই যে পাগলের সিনা ।
ফুড়ে ফুড়ে চাই হইল
এই যে পাগলের সিনা ।ঐ
মাওলা তোমায় বালো বেসে……………।
কলিজা ফুড়ে গন্ধ আসে.।।
আমি তোমার নূরে যাব মিসে
দূরে ঠেলে দিওনা ।।
ফুড়ে ফুড়ে ছাই হইল
এই যে পাগলের সিনা…।
ফুড়ে ফুড়ে ছাই হইল
এই যে পাগলের সিনা…।
ফুড়ে ফুড়ে ছাই হইল
এই যে পাগলের সিনা
মাওলার এস্কে জলে আগুন
নিবাইলে যে নিবে না
ফুড়ে ফুড়ে ছাই হইল
এই যে পাগলের সিনা ।।ঐ
Tags:
islamic song
