####### নকিয়া 1 প্লাস######
দিন দিন স্মার্টফোনের নতুন নতুন আপডেট ভার্সন বাজারে আসছে। এন্ড্রয়েড ভার্সন 5 থেকে ছাড়িয়ে এখন চলছে এন্ড্রয়েড ভার্সন 9। যার নাম দেয়া হয়েছে গ সংস্করণ। এন্ড্রয়েড ভার্সন নিয়ে মানুষের মধ্যে আগ্রহ এর কম নেই। কেউ কোন স্মার্ট ফোন কিনতে চাইলে প্রথমেই দেখেন ফোনটি আপডেট ভার্সন এ আছে কিনা। এদের মধ্যে লেটেস্ট এন্ড্রয়েড ভার্সন আছে কিনা। তারই ধারাবাহিকতায় এবার নোকিয়ার চমক। নকিয়া 1 প্লাস। যেটি এন্ড্রয়েড ভার্সনের সর্বশেষ সংস্করণ। দামেও অনেক সাশ্রয়। মাত্র 6 হাজার 999 টাকা। 17 ই এপ্রিল 2019 সালে উৎসভূমি এইচএমডি গ্লোবাল বাংলাদেশের বাজারে নিয়ে এলো অ্যান্ড্রয়েড সংস্করণ স্মার্টফোন পরিবারের নতুন সদস্য নোকিয়া ওয়ান প্লাস।
এবার আসুন দেখা যাক এই ফোনের পিচার এ কি কি রয়েছে:
1।একটি বড় স্ক্রিন সহ উচ্চমানসম্পন্ন ডিজাইন ও সলিড ইমেজিং।
2।এটি লাল নীল ও কালো এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।
3। সর্ব আধুনিক ও দৃঢ় মানসম্পন্নন।
4। 5.45 ips 18:9 ফুল স্ক্রীন ডিসপ্লে।
5। 8 মেগাপিক্সেল অটো রে আর cemera। Led প্লাস।
6। 5 মেগা পিক্সেল front cemera।
7। ওয়েব ব্রাউজিং পছন্দের কন্টাক্ট স্ট্রিমিং।
8। বিউটিফুল ফিচার সম্বলিত ফ্রন্ট বা সেলফি ক্যামেরা। এছাড়া আরো অনেক সুবিধা রয়েছে।
নকিয়া 1 প্লাস এর মাধ্যমে বাংলাদেশের গ্রাহকরা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে বড় ডিসপ্লে, দৃঢ় ইমেজ ইন ,এবং অন্যান্য নেনো প্যাটার্ন ফিনিশিং এবং সর্বশেষ সংস্করণ 9 গো এডিশন এর মতো আকর্ষণীয় ফিচার উপভোগ করতে পারবেন।
থ্রিডি কুলিং এর সাহায্যে ব্রণের উপকরণ ব্যবহার করে এই ফোনটির পেছনদিকে তৈরি করা হয়েছে অসাধারণ texar ন্যানো প্যাটার্ন এ যা ডিসপ্লেতে সংযোজিত হয়েছে।
আপনি কি সঙ্গত চালানো এবং কম ডাটা খরচ এর জন্য তৈরি করা হয়েছে নকিয়া 1 প্লাস।
এটি সহজলভ্য প্যাকেজে ভাল ছবির সাথে সলিড ইমেজিং অভিজ্ঞতা দেবে ।
এছাড়া নকিয়া 1 প্লাস গ্রাহকরা পাবেন গুগোল ফটোস এর আনলিমিটেড স্টোরেজ ব্যবহারের সুযোগ।গ্রাহকরা যে কোন তথ্য অনুসন্ধানের সহযোগিতার জন্য অ্যান্ড্রয়েডের অপটিমাইজ অ্যাপ্লিকেশন ব্যবহারের গুগল প্লে স্টোর এর সম্পূর্ণ এক্সেস পাবেন।
ব্যবহারকারীরা এখন তাদের প্রিয় অ্যাপ্লিকেশন গেম সহ সহ সাংগঠনিক বৈশিষ্ট্যসমূহ যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট গ্রহণ করতে পারবেন।
![]() |
| ছবি:ইন্টার্নেট |
Tags:
technology
