... স্মার্ট ফোনের ✈ এরোপ্লেন মোড কি ভাবে কাজ করে? জানা অজানা র ইন্টারনেট।।

স্মার্ট ফোনের ✈ এরোপ্লেন মোড কি ভাবে কাজ করে? জানা অজানা র ইন্টারনেট।।

এন্ড্রয়েড ফোনের এরোপ্লেন মোড কিভাবে কাজ করে?
অ্যান্ড্রয়েড ফোনের অনেক সেটিংস এর মধ্যে এরোপ্লেন মুড একটা অপশন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এন্ড্রয়েড ফোনের এরোপ্লেন মোড কাজ করে?
এরোপ্লেন মোড এর কাজ কি?

১। এরোপ্লেন মোড হচ্ছে একটি সেটিংস যা প্রায় সকল স্মার্ট ফোন ল্যাপটপ এবং অনুরূপ ডিভাইসগুলোতে থাকে। যখন এটি একটিভ করা হয় তখন এটি আপনার ফোনের সব ধরনের সিগনাল পাঠানো বন্ধ করে দিবে। এই মুড যখন অন করবেন তখন ফোনের স্ট্যাটাস বারে একটি এরোপ্লেন আইকন শো করবে।


২।কেন একে এরোপ্লেন মোড বলা হয়?
এর কারণ হচ্ছে অনেক বিমান সংস্থা তাদের বিমানে ওয়ারলেস ডিভাইস নিষিদ্ধ করেছে।
বিমানের রেডিও সরঞ্জাম গুলো তে ফোন থেকে নির্গত তরঙ্গ কোন প্রভাব ফেলতে পারে কিনা সেটা নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে।তবে বেশিরভাগই মনে করেন অতিরিক্ত সর্তকতা হিসাবে জীবনে মোবাইল সিগন্যাল নিষিদ্ধ করা হয়ে থাকতে পারে।


৩। এরোপ্লেন মুড আপনার ফোনের সব ধরনের ওয়ারলেস ফাংশন নিষ্ক্রিয় করে রাখে। যার মধ্যে রয়েছে মোবাইল সংযোগ।আপনি কল করতে পারবেন না টেক্সট মেসেজ পাঠাতে পারবেন না বা ইন্টারনেট ব্যবহারের জন্য মোবাইল ডাটা ব্যবহার করতে পারবেন না।
এমনকি আপনার ফোনে বিদ্যমান থাকা সব ধরনের ওয়াইফাই সংযোগ গুলো নিষ্ক্রিয় হয়ে যাবে এবং কোন নতুন ওয়াইফাই সংযোগ এর সঙ্গে যুক্ত হবে না।
৪। ব্লুটুথ হচ্ছে খুব সীমিত রাজ্যের সংযোগ যা আপনার ফোনকে স্পিকার হেডফোন এবং আরো কিছুর সঙ্গে সংযুক্ত হওয়ার সুবিধা দেয় এরোপ্লেন মোড এ টি কে নিষ্ক্রিয় করে রাখে।
জিপিএস একটু ভিন্ন প্রকৃতির এটি কোন রেডিও তরঙ্গ প্রেরণ করে না।
আপনার ফোনের মডেল এর উপর নির্ভর করেএরোপ্লেন মোড আপনার ফোনের জিপিএস বন্ধ রাখতে পারে কিংবা চালু রাখতে পারে।যদিও গুগল ম্যাপস এর মত অ্যাপস গুলো কোন ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করে তবে লাইভ ট্রাফিক এর মত ফিচারগুলো এরোপ্লেন মোড এ কাজ করে না।


৫। এরোপ্লেন মোড স্পষ্ট ভাবে আপনার ডিভাইসের ব্যাটারি লাইফ রক্ষায় সাহায্য করে থাকে।বিভিন্ন রেডিও তরঙ্গের কার্যক্রমে ফোনের অনেক শক্তির প্রয়োজন হয় যেমন ওয়াইফাই এর মাধ্যমে বিভিন্ন এপস এর নোটিফিকেশন, ব্লুটুথ ডিভাইস গুলোর সঙ্গে যোগাযোগ মোবাইল টাওয়ারের সঙ্গে যোগাযোগ রক্ষা, লোকেশন চেক করা প্রভৃতি। এসব কাজ ফোনের ব্যাটারির শক্তি কমায়। এরোপ্লেন মোড এই সবগুলোকে একসাথে নিষ্ক্রিয় করে দেয় তাই ফোনের ব্যাটারির শক্তি দারুণভাবে সাশ্রয় হয়। এরোপ্লেন মোড এ থাকা অবস্থায় ফোনের চার্জ দ্রুত হয়।


৬। এরোপ্লেন মোড এ ওয়াই ফাই ব্যবহার করা যায় কিনা সেটা নির্ভর করে আপনার ডিভাইসের উপর। ওয়াইফাই ব্যবহারের সুবিধা দেয় আপনি কোন গুলো। ফোন  এরোপ্লেন মুডে থাকা সত্ত্বেও। আপনি যখন এয়ারপ্লেন মোড চালু করবেন তখন স্বয়ংক্রিয়ভাবে ওয়াইফাই বন্ধ হয়ে যাবে কিন্তু ম্যানুয়ালি ওয়াইফাই চালু করতে পারবেন ।
এরোপ্লেন মোড চালু থাকা অবস্থায় কি সেটিং থেকে ওয়াইফাই অপশন এ ক্লিক করুন কয়েক সেকেন্ডের মধ্যে অন হয়ে যাবে ওয়াইফাই এবং কানেক্ট হয় হবে যদি আপনার কোন অনুমতি দেয়।






 অনেক মিয়ানিং এখন ইন ফ্লাইট ওয়াইফাই সেবা বিদ্যমান সুতরাং আপনি এই চ্যাটিং চালু করে উপভোগ করতে পারবেন।নিশ্চিত না হয়ে থাকলে ওয়াইফাই কানেক্ট করার আগে বিমান কর্মীর কাছ থেকে জেনে নিন।বিমানে শুধুমাত্র 10 হাজার ফুট উপরে ওয়াইফাই ব্যবহারের অনুমতি দেওয়া হয়।তাই বিমানটি্ টেক অফ এবং ল্যান্ডিং এর সময় ওয়াইফাই বন্ধ রাখার ব্যাপারে সচেতন থাকুন এমনকি অবতরণ এর পরেও।




৭। এখন প্রশ্ন হলো এরোপ্লেন মোড ব্লুটুথ কাজ করে কিনা? এটিও ঠিক সেইম ওয়াইফাই এর মত।এরোপ্লেন মুড চালু করার পর স্বয়ংক্রিয়ভাবে ব্লুটুথ নিষ্ক্রিয় হয়ে গেলেও আপনি চাইলে  মেনুয়ালি ব্লুটুথ চালু করতে পারবেন।বিমান সংস্থাগুলো ব্লুটুথ এর ব্যাপারে খুব বেশি উদ্বিগ্ন নয় কারণ এর রেঞ্জ খুব সীমিত।

ব্লুটুথ চালু করে ব্লুটুথ সুবিধার হেডফোন, কিবোর্ড এবং অনুরূপ ডিভাইসগুলো স্মার্টফোনে সংযুক্ত করতে পারবেন। এমনকি যখন আপনি বিমান ভ্রমণ করছেন না, তখন এয়ারপ্লেন মোডে ব্লুটুথ হেডফোনের মাধ্যমে অফলাইন মিউজিক উপভোগ করে ব্যাটারি সাশ্রয় করতে পারেন।

৮। এরোপ্লেন মোড এর ডাটা ব্যবহার করা যায় কিনা? এরোপ্লেন মোড এ ডাটা ব্যবহার করা যায় না কারণ এরোপ্লেন মোড আপনার ফোনকে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার এর সঙ্গে সংযুক্ত হতে বাধা দেয় তাই এই মুডে কোন ধরনের ডাটা ব্যবহার করা যাবে না।


৯।আপনি যদি ফোনে গেম খেলতে পছন্দ করেন কিন্তু বিজ্ঞাপনে বিরক্তবোধ করেন তাহলে এরোপ্লেন মোড সাহায্য করতে পারে কারণ এটি ইন্টারনেট সংযোগ নিষ্ক্রিয় করে।তাই এরোপ্লেন বৌদি গেম খেলার সময় বিজ্ঞাপন শো করবে না।কিন্তু যে গেম গুলো সব সময় অনলাইনে খেলতে হয় সেগুলো ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। সুতরাং আপনি আপনার পছন্দের যে কোন  অফলাইন গেম এই✈ মুডে খেলতে পারেন।

১০।এখন প্রশ্ন হলো আর প্লেন মোড়ের ফোনের এলাম কাজ করে কিনা? হ্যাঁ অবশ্যই কাজ করে। এলার্ম ইন্টারনেট কানেকশন এর উপর নির্ভর করে না এলাম অ্যাপস অন করে নিশ্চিত এ এলার্ম সেট করুন।এরোপ্লেন মোড এ যদিও ইন্টারনেট ব্যবহার করা যায় না তবে ভয়েস কমান্ডের মাধ্যমে গুগল অ্যাসিস্ট্যান্ট আপনার জন্য এলার্ম সেট করতে পারে।

১১। এরোপ্লেন মোড এর ফোনে কল কিংবা মেসেজ আসবে কিনা?
না।কারণ এরোপ্লেন মোড এ মোবাইল কানেকশন বন্ধ হয়ে যায় আপনার ফোন এরোপ্লেন মরে থাকা অবস্থায় কেউ যদি আপনাকে ফোন করে তাহলে ফোন বন্ধ রয়েছে শোনাবে। আর সে সময় টেক্সট মেসেজ আসবে এরোপ্লেন মুড অফ করার পর পরই।


১২। মিউজিক কিভাবে উপভোগ করবেন? এরোপ্লেন মোড এ ইন্টারনেট বন্ধ থাকায় গুগল প্লে মিউজিক স্পটিফাই মিউজিক স্ট্রিমিং অ্যাপ গুলো কাজ করবে না। এরোপ্লেন মোড এ মিউজিক উপভোগের দুটি অপশন রয়েছে।
#-প্রথমত যদি আপনি মিউজিক স্ট্রিমিং এর পেইড সার্ভিস ব্যবহার করে থাকেন যেমন স্কুটি পাই প্রিমিয়াম অথবা গুগল প্লে মিউজিক অল অ্যাক্সেস, তাহলে আপনি  মিউজিক ডাউনলোড করে নিতে পারেন। এমনকি এরোপ্লেন মুডেও তা শোনার সুবিধা পাবেন।
ধন্যবাদ।।

Post a Comment

Previous Post Next Post