... Pixel কাকে বলে??? ফিক্সেল কাকে বলে।। জানার জন্য ইন্টারনেট।।

Pixel কাকে বলে??? ফিক্সেল কাকে বলে।। জানার জন্য ইন্টারনেট।।


 ,🚰🚰🚰🚰🚰🚰 1 মেগা পিক্সেল সমান 10,00,000 fixel🚰🚰🚰



ফোনের ফ্রন্ট ক্যামেরা কত মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা কত মেগাপিক্সেল? যে মোবাইলের ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি সেই মোবাইলের ছবি তত্ত্ব ভালো আসে। মেগা পিকচাল হচ্ছে  ক্যামেরার লেন্সে তোলা ছবির আয়তনের একক।

এখন জেনে নেই ফিক্সেল কি?

Pixel ইংরেজি শব্দ।পিক্সএল বলতে কোন গ্রাফিক্স ছবির ক্ষুদ্রতম অংশ গোবিন্দ কে বোঝায়।পিকচার এর হিসাব থেকে ছবি বিষয়ক যাবতীয় কাজ করা যায়।বর্তমানে বহুল ব্যবহৃত ডিজিটাল ক্যামেরার কারণে এই পিকচার শব্দটি খুব বেশি উচ্চারিত হচ্ছে।

1.3 মেগাপিক্সেল মানে 13 লক্ষ  পিক্সেলের সমন্বয়ে তৈরি হওয়ার ছবি। ডিজিটাল ছবির মাপ থাকে 4:3। সুতরাং  1.3 মেগাপিক্সেল ছবিতে 1280*980 এই রেশিউতে পিক্সেল থাকবে।






এটিই ছবির ক্ষুদ্রতম একক দ্বারা অভ্যন্তরে আর কোন ভগ্নাংশ নেই অর্থাৎ পিক্সেল ছবির অতি ক্ষুদ্র অংশের প্রতিনিধিত্ব করে। প্রত্যেক পিকচার এর নিজস্ব অবস্থান বা খুঁজে পাওয়ার ঠিকানা রয়েছে বলা যায়। কারণ কি ফিক্সেলের নির্দিষ্ট স্থানাঙ্কের সাথে সম্পর্কযুক্ত। 



কারণ পিক্সেল সাধারণত দ্বিমাত্রিক তলে সাজানো থাকেএবং ডট বাঁ চার কোন আকৃতির হয়। যার প্রতিটি অবস্থানের আলাদা স্থান অংক কোঅর্ডিনেট থাকে। মূল ছবির একটি নমুনা। Pixel যত ছোট হয় তা তত বেশি নির্ভুলভাবে একটি ছবির প্রতিনিধিত্ব করে।





ফিক্সেলের প্রাবল্য বা ইনটেনসিটি একটি চলরাশি। রঙিন ছবির প্রতিটি পিক্সেলে তিন বা চারটি চলকের মান থাকতে পারে। লাল সবুজ নীল  কিংবা সায়ান মেজেনটা হলুদ কাল।

Post a Comment

Previous Post Next Post