######## তুই মরিলে কাঁদিবে কয় জন ? ওরে মন তুই মরিলে কাঁদিবে কজন।###########
তুই মরিলে কাঁদিবে কয় জন ?
ওরে মন তুই মরিলে কাঁদিবে কজন।
ওরে মন তুই মরিলে কাঁদিবে কজন।
ভাই বন্ধু আপনজন যারা
কিছুদিন কান্দিবে তারা
এই জীবনের কোলাহলে
তারা একদিন যাবে বুলে
ছিন্ন হবে মায়ারী বন্ধন
ওরে মন
ওরে মন
তুই মরিলে কান্দিবে কয়জন
যখন আন্ধার ঘরে সো ইয়াইবে
মাটির দেহ মাটি খাবে
একদিন তোরে বুলবে আপনজন
তুই মরিলে কান্দিবে কয়জন
যেদিন রে তোর হইবে মরণ
এই দেহে পরাইবে কাপন
এই দুনিয়ার মায়া ছেড়ে
যাবি রে মন পরপারে
সামনে রবে হাশরের ও খন
তুই মরিলে কান্দিবে কয়জন
ওরে মন
তুই মরিলে কান্দিবে কয়জন।
Collected from internet।।।।।
Collected from internet।।।।।
Tags:
islamic song