তুই মরিলে কাঁদিবে কয় জন - ওরে মন.জানা-অজানার ইন্টারনেট










     ######## তুই মরিলে কাঁদিবে কয় জন ? ওরে মন তুই মরিলে কাঁদিবে কজন।###########


তুই মরিলে কাঁদিবে কয় জন ?
ওরে মন তুই মরিলে কাঁদিবে কজন।

ভাই বন্ধু আপনজন যারা
 কিছুদিন কান্দিবে তারা 
এই জীবনের কোলাহলে
 তারা একদিন যাবে বুলে 


ছিন্ন হবে মায়ারী বন্ধন 
ওরে মন
তুই মরিলে কান্দিবে কয়জন
www.technoboybd.com
ছবিঃতুই মরিলে কান্দিভে কয়জন
ওরে মন
 তুই মরিলে কান্দিবে কয়জন 

যখন আন্ধার ঘরে সো ইয়াইবে 
মাটির দেহ মাটি খাবে 
একদিন তোরে বুলবে আপনজন 


তুই মরিলে কান্দিবে কয়জন

 যেদিন রে তোর হইবে মরণ 

এই দেহে পরাইবে কাপন  
এই দুনিয়ার মায়া ছেড়ে
 যাবি রে মন পরপারে

 সামনে রবে হাশরের ও খন


 তুই মরিলে কান্দিবে কয়জন 
ওরে মন 

তুই মরিলে কান্দিবে কয়জন।


Collected from internet।।।।।

Post a Comment

Previous Post Next Post