... মোবাইলের রেডিয়েশন লেভেল 1.6 ওয়ার্ট এর বেশী হলে মানব দেহে মারাত্মক প্রভাব পড়ে।

মোবাইলের রেডিয়েশন লেভেল 1.6 ওয়ার্ট এর বেশী হলে মানব দেহে মারাত্মক প্রভাব পড়ে।


মোবাইল ফোন কিনতে গেলে আমরা যে সকল জিনিস সবার আগে দেখি তা হল:

১. ক্যামেরা কত মেগাপিক্সেল ?
২. ইন্টারনাল মেমোরি কত জিবি?
৩ . ব্যাটারি ব্যাকআপ কত ঘন্টা?
৪. গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা?


 তা সবার আগে জানার চেষ্টা করি।
কিন্তু ফোনে এমন কিছু গুরুত্বপূর্ণ  ফিচার থাকে তা নিয়ে আমরা চিন্তা ভাবনা করিনা বললেই চলে।
এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেডিয়েশন লেভেল।

ফোনের মধ্যে থাকা ট্রান্স মিটিং ডিভাইস থেকে সব সময় অদৃশ্য রেডিও ফ্রিকোয়েন্সি তরঙ্গ নির্গত হয়। সেই তরঙ্গ নিঃসরণের হাড় একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত আমাদের শরীরের তেমন ক্ষতি করে না।

 কিন্তু এই রেডিয়েশন লেভেল প্রতি কিলোগ্রামে  ১.৬ ওয়াট এর বেশি হলে মানব দেহে মারাত্মক প্রভাব পড়ে।

সে কারণে মোবাইল ফোনের রেডিয়েশনের মাত্রা টা নিরাপদ কিনা সেটা জানাটা কিন্তু জরুরী। ফোনের রেডিয়েশন এর পরিমাপ করা হয় "এসএ আর ভ্যালু" দিয়ে।


প্রতিটি মোবাইল ফোনের ইউজার ম্যানুয়াল এস এ আর ভ্যালু উল্লেখ করে থাকে। এছাড়াও স্মার্টফোনের মাধ্যমে এই রেডিয়েশন লেভেল জানা যায়। এজন্য ফোনের ডায়াল পেড এগিয়ে টাইপ করুন *#07#। তাহলে আপনার ফোনের স্ক্রিনে ফুটে উঠবে আপনার ফোনের রেডিয়েশনের মাত্রা। 

Post a Comment

Previous Post Next Post