======Science and technology======:
ইন্টারনেটের প্রতি প্রতিনিয়ত আমাদের আকর্ষণ অধিক হারে বেড়ে চলেছে। সেইসঙ্গে বাড়ছে বোকামি ও।অনলাইনে আমাদের যে বিষয়গুলো একটু বিচক্ষণ হতে হবে সেগুলো এক নজরে জেনে নেই
======password ======
ইন্টারনেট ব্যবহারে সবার আগে যে বিষয়টি আমাদের সামনে বেশি আসে সেটি হচ্ছে password ।্মনে থাকবে না এই অজুহাতে পাসওয়ার্ডকে একেবারে সহজ কিছু উপায় ধারণা করা যায় এমন করবেন না।
ইলেকট্রনিক ডিভাইস,মেইল একাউন্ট ,ফেসবুক অ্যাকাউন্ট সহ প্রতিটি বস্তুর জন্য আলাদা আলাদা ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড তৈরি করুন।আর মনে রাখার সুবিধা হয় এমন, পাসওয়ার্ড কোন ইনবক্সে সেভ করবেন না। কিংবা পাসওয়ার্ড লেখা খাতাটা যেখানে-সেখানে ফেলে আসবেন না।
=========chat room====={={
দ্বিতীয় বিষয়টি হল internet বসে chat করা।
চ্যাটরুম সময় কাটানোর জন্য খুব ভালো মাধ্যম হলেও বিশ্বাস করা যাবে না এখানকার মানুষদের।কারণ চ্যাট রুমের পরিচয় থেকে আবেগি হয়ে ভিডিও চ্যাট করে ভীষণ বিপদে পড়েছেন অনেকে। তাই এটি পরিহার করা আমাদের সকলের জন্য প্রযোজ্য।
বিশেষ করে মেয়েদের হয়রানি করার ঘটনা গুলো সূত্রপাত চ্যাট রুম থেকে।এখানেই ছড়ায় ব্যক্তিগত ছবি ভিডিও সহ নিজস্ব অনেক তথ্য সুতরাং চ্যাট করতে পারেন কিন্তু তথ্য শেয়ার করা যাবে না।যার সাথে চ্যাট করবেন অবশ্যই তার সম্পর্কে পূর্বেই জেনে নেওয়া জরুরী। প্রয়োজনে চ্যাট করবেন অথবা করবেন না।
======= free Wi-Fi============
ইন্টারনেট ব্যবহারের আরো একটি বড় দিক ইন্টারনেট কানেকশন। অনেক সময় আমরা ফ্রি ওয়াইফাই দেখে ঝাপিয়ে পড়ি। যদিও ফ্রি ওয়াইফাই এর প্রলোভন অপেক্ষা করা কঠিন। এমন সুযোগ ব্যবহারে একটু বেশিই সাবধান হতে হবে। বিপদ বুঝে ব্যবহার করতে হবে।যেহেতু আপনার মোবাইলের ডাটা এক্সেস পাবে ওয়াইফাই সংযোগ টি সে হে তু WiFi ব্যবহারে সাবধান। এসব প্রলোভন যতটুকু সম্ভব এড়িয়ে চলা উচিত।
এক্ষেত্রে vpn ব্যাবহার করে ওয়াইফাই সংযোগ গ্রহণ করা উচিত। Vpn অর্থ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটি একটি টানেল তৈরি করে আপনার ব্যক্তিগত তথ্য সু রক্ষিত রাখবে। ফ্রি ওয়াইফাই এর ওৎপেতে থাকা চোরদের থেকে। এক্ষেত্রে ভিপিএন ব্যবহার করা ওয়াইফাই সংযোগ গ্রহণ করা উচিত।
=========Phon lock =======
ধরন ফোনের লক দিতে ভুলে গেছেন। বা নিজেই পছন্দ করেন না লক সিস্টেম।তাই যেখানে সেখানে ফোন ফেলে আসা টা আপনার জন্য মারাত্মক বিপদ ডেকে আনবে।
কারণ যেহেতু স্মার্টফোনে আপনার ফেসবুক, জিমেইল কোথাও কোথাও ব্যাংক রিটেইল ও সেভ করা থাকে । সেখানে আরেক জনের পক্ষে কপি করা কোন বিষয় নয়।নিজের ব্যক্তিগত ছবিগুলোর নিরাপত্তার স্বার্থে হলেও ফোন lock করুন। এক্ষেত্রে আপনারা চাইলে অটো লক সিস্টেম আপনার স্মার্টফোনে চালু করে রাখতে পারেন।তাতে আপনি লক করতে ভুলে গেলেও আপনার ফোন অটোমেটিক ভাবে 2,4 মিনিট পর অটো লক হয়ে যাবে।
কারণ যেহেতু স্মার্টফোনে আপনার ফেসবুক, জিমেইল কোথাও কোথাও ব্যাংক রিটেইল ও সেভ করা থাকে । সেখানে আরেক জনের পক্ষে কপি করা কোন বিষয় নয়।নিজের ব্যক্তিগত ছবিগুলোর নিরাপত্তার স্বার্থে হলেও ফোন lock করুন। এক্ষেত্রে আপনারা চাইলে অটো লক সিস্টেম আপনার স্মার্টফোনে চালু করে রাখতে পারেন।তাতে আপনি লক করতে ভুলে গেলেও আপনার ফোন অটোমেটিক ভাবে 2,4 মিনিট পর অটো লক হয়ে যাবে।
========credit card এর সেলপি====
নতুন ক্রেডিট কার্ড পেয়ে খুশিতে সেলফি তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ফেলবেন না। প্রয়োজনে ক্রেডিট কার্ডের ছবি তুলে রাখতে পারেন। তবে সেটি একেবারেই গোপন স্থানে রাখবেন। ইদানিং ইন্টারনেটে এ ধরনের বোকামি বেশ চোখে পড়েছে।
IT বিশেষজ্ঞরা এই ধরনের ঘটনাকে মানবজাতির বুদ্ধিমত্তার প্রতি হুমকিস্বরূপ বলেই মনে করে থাকেন।
IT বিশেষজ্ঞরা এই ধরনের ঘটনাকে মানবজাতির বুদ্ধিমত্তার প্রতি হুমকিস্বরূপ বলেই মনে করে থাকেন।
উপরের যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে আশা করি আপনাদের উপকারে আসবে। যদি উপকারে না আসে তবে আপনারা সচেতন ভাবে ইন্টারনেট ব্যবহার করলে ক্ষতির আসংখা অনেক কমে যাবে। ইন্টারনেটে আপনাদের পথ চলা হোক নিরাপদ এবং নিশ্চিন্ত।
কালেক্টেড।।। টেকনোলজি হেল্প ডেস্ক।
Tags:
technology
