প্রিয় বন্ধুকে ভুল মেসেজ পাঠিয়েছেন ।এখনই ডিলিট করার প্রয়োজন।
আপনার জন্যই এমন বিচার নিয়ে এসেছে ফেসবুক।
ফেসবুকে unsend ফিচারের মাধ্যমে এখন আপনি ভুল করে অন্যকে পাঠানো মেসেজ খুব সহজেই ডিলিট করতে পারবেন। তবে মেসেজ পাঠানোর 10 মিনিটের মধ্যে এই ফিচার ব্যবহার করতে পারবেন । ব্যক্তি এবং গ্রুপ চ্যাটে এই সুবিধা পাওয়া যাবে ।
‘unsend’ ফিচারে ব্যবহারকারীরা দু'টি অপশন পাচ্ছেন। প্রথমটি রিমুভ ফর ইউ এবং দ্বিতীয়টি রিমুভ ফর everyone। যা অনেকটা হোয়াটসঅ্যাপের মতোই।
ডিলিট করতে চাচ্ছেন এমন মেসেজ এর উপর কিছু সময় স্পর্শ করে থাকলে এই দুটি অপশন পাওয়া যাবে । রিমুভ ফর ইউ নির্বাচন করলে sender এর chat treth থেকে মেসেজ মুছে যাবে। সে ক্ষেত্রে শুধু প্রেরক ই মেসেজ দেখতে পারবেন না।কিন্তু বাকিরা সেই মেসেজ পড়তে পারবেন।
আর রিমুভ ফর এভরিওয়ান নির্বাচন করলে যাকে বা গ্রুপে যাদের মেসেজ পাঠানো হয়েছিল তারা কেউই মেসেজটি দেখতে পারবেন না।
পরিবর্তে চ্যাট থ্রেডে লেখা থাকবে ‘রিমুভ মেসেজ’। মেসেঞ্জার অ্যাপের নতুন ভার্সানে এই ফিচার যুক্ত হয়েছে। বর্তমানে অ্যানড্রয়েট ও আইওএস ব্যবহারকারিরা এই সুবিধা পাচ্ছেন।
এক্ষেত্রে লেখা থাকবে রিমুভ মেসেজ। মেসেঞ্জার অ্যাপ এর নতুন ভার্সন এ এই ফিচার যুক্ত হয়েছে বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহার করে সুবিধা পাচ্ছেন ।
এই কাজটি অবশ্যই 10 মিনিটের মধ্যে করতে হবে।তা না হলে sender এর নিকট মেসেজটি পৌঁছে যাবে।
ফেসবুকের এমন নিত্য নিত্য নতুন আইকন গুলো অবশ্যই সবার উপকারে আসবে। ফেসবুক নতুন নতুন অপশন নিয়ে আসবে এটাই তার গ্রাহকদের প্রত্যাশা। ফেসবুকে জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এজন্য জনপ্রিয়তা এখন আকাশচুম্বী।
এর সমকক্ষ আর কোন সাইটে পাওয়া যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক এখন সর্বজনীন।
ফেসবুকের এমন নিত্য নিত্য নতুন আইকন গুলো অবশ্যই সবার উপকারে আসবে। ফেসবুক নতুন নতুন অপশন নিয়ে আসবে এটাই তার গ্রাহকদের প্রত্যাশা। ফেসবুকে জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এজন্য জনপ্রিয়তা এখন আকাশচুম্বী।
এর সমকক্ষ আর কোন সাইটে পাওয়া যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক এখন সর্বজনীন।
এই জনপ্রিয়তার মাধ্যমটিকে কেউ যেন অপ ব্যবহার করতে না পারে সেজন্য ফেসবুকের এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়।
।।Collected।।
।।Collected।।
Tags:
technology