... বিদায় বেলা মোরে(biday bela more)। জানা অজানার ইন্টারনেট

বিদায় বেলা মোরে(biday bela more)। জানা অজানার ইন্টারনেট

বিদায় বেলায় মোরে দিওগো দেখা
হে প্রিয় রাসূল।


তব দিদারে হবো ধন্য তখন আমি।।
শূন্য দেহ যখন লুটবে ধূলায়। ঐ



কত নবী ওলি ছিল ধরার মাঝে
সবাই আপন নিড়ে চলে গেছে ।।



আমিও তো পাবোনা ছাড়া ।
পৌঁছে যাব জীবনের মোহনায়।। ঐ



ছিল কত আদরের মা বাবা আমার
কেমন আছেন তারা কবর মাজার ।।




সে খবর আজও অজানা
আমিও তো চলে যাব বেলা অবেলায় ।। ঐ


বিদায় বেলা


কত বন্ধু স্বজন ছিল জমিদারি
অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি।



মোরে গহীন কবরে ফেলে হায়
সে মহা মুসিবতে ভুলনা আমায়।। ঐ


বিদায় বেলা মোরে দিওগো দেখা
হে প্রিয় রাসূল।।



তব দিদারে হব ধন্য তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধূলায়। বিদায় বেলা।।


প্লিজ লাইক শেয়ার।

Post a Comment

Previous Post Next Post