পানির দামে বিক্রি হচ্ছে Infinixs hot 7 pro। 6 GB ram

স্মার্টফোনের বাজারে লঞ্চ করল ইনফিনিক্স হট7 প্রো। এটি ভারতীয় স্মার্টফোনের বাজারে পাওয়া যাবে।ফোনটিতে আছে 6 জিবি রেম দাম 13 হাজার টাকার কম!!স্যামসাং গ্যালাক্সি এম 20 এবং রেডমি সেভেন এর সাথে প্রতিযোগী হিসেবে ইনফিনিক্স হট প্রো বাজারে আসছে।
এটিই প্রথম এটি প্রথম যে কোন স্মার্ট ফোন 6gb অথচ 13 হাজার টাকার নিচে।
ইনফিনিক্স এর সিইও অনিশ কাপুর জানিয়েছেন ইনফিনিক্স হট ৭ প্রো এর হাত ধরে স্টাইল ও পারফরমেন্সের এক দুর্দান্ত সমন্বয় খুঁজে পেয়েছেন তিনি।আশা করছি অনেক দামে তরুণ প্রজন্মের মন জিতবে এই ফোনে।।
কি কি ফিচার থাকছে hot ৭ এ:
১। 6 জিবি রেম।।
২। সামনে ও পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ।
৩। 4000 এমএইচ ব্যাটারি ও ইউনি বডি ডিজাইন।
৪।৬৪ জিবি স্টোরেজ।
৫। ডুয়েল সিম, ৬.১৯" এইচডি প্লাস ডিসপ্লে।
৬। ফোনের ভিতরে রয়েছে মিডিয়াটেক হেলিও ফি-২২ চিপসেট।
৭। ফোনের পিছনের ডুয়েল ক্যামেরা য় থাকছে 13 মেগাপিক্সেলের প্লাস 2 মেগাপিক্সেলের সেন্সর।।
৮। ফোনের সামনের ডুয়াল ক্যামেরা তে ও থাকছে 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের সেন্সর।
৯। 2 ক্যামেরা তে থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট
১০। ফোনটিতে রয়েছে ৭mm মিটার চওড়া।
১১। ফোনের ডিসপ্লের উপরে থাকতে একটি নচ।।

ফোনটির দাম :
6 জিবি র্যামের 64gb স্টোরেজে ইনফিনিক্স হট 7 প্রো এর দাম 12 হাজার 100 টাকা। মিডনাইট ব্লাক আর একোয়া ব্লু রঙে পাওয়া যাবে এই স্মার্ট ফোন। শুধুমাত্র "ফ্লিপকার্ট "থেকে পাওয়া যাবে ইনফিনিক্স হট প্রো।
কলেক্টেদ ফ্রম ইন্টার্নেট।।
ইনফিনিক্স হট 7 প্রো
ধন্যবাদ লাইক এন্ড শেয়ার প্লিজ।

Post a Comment

Previous Post Next Post