বিসমিল্লাহির রহমানির রহিম
নিরাপত্তার জন্য আমরা স্মার্ট ফোন লক করে রাখি । এতে যেমন সুবিধা
আছে তেমনি বিড়ম্বনাও কম নয়। যেমন হঠাৎ করে ছবি তোলার প্রয়োজন হলে লক খুলে ছবি তুলতে হয় আবার কোন নোট লিখতে হলে লক খুলে নোট লেখা একটু সময়ের ব্যাপার।
আছে তেমনি বিড়ম্বনাও কম নয়। যেমন হঠাৎ করে ছবি তোলার প্রয়োজন হলে লক খুলে ছবি তুলতে হয় আবার কোন নোট লিখতে হলে লক খুলে নোট লেখা একটু সময়ের ব্যাপার।
এই সমস্যার সমাধান এ আসলো এক নতুন অ্যাপ। যার মাধ্যমে আপনি স্কিনের মধ্যে লেখা এবং ছবি তুলতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে ছোটখাটো কাজগুলো সম্পন্ন করা যাবে।
এজন্য আপনার স্মার্টফোনে ইন্সটল থাকতে হবে একটি অ্যাপ যার নাম "নেক্সট লক"।
এপটি এন্ড্রয়েড প্ল্যাটফর্ম এ নিয়ে এসেছে মাইক্রোসফট।
এজন্য আপনার স্মার্টফোনে ইন্সটল থাকতে হবে একটি অ্যাপ যার নাম "নেক্সট লক"।
এপটি এন্ড্রয়েড প্ল্যাটফর্ম এ নিয়ে এসেছে মাইক্রোসফট।
অ্যাপ টি কিভাবে কাজ করে আসুন দেখে নেই:
1। লক স্ক্রীন অ্যাপ বিভিন্ন অ্যাপের লিস্ট তাদের গুরুত্ব অনুসারে সাজিয়ে ও বিভিন্ন সার্ভিস এর দ্রুত একসেস করার সুবিধা দিবে।
2। 1 টি তে রয়েছে কাস্টম আনলক সুবিধা।
ব্যবহারকারীরা পছন্দ মত পিন, পেটেন্ট, ফিঙ্গারপ্রিন্ট এর সাহায্যে ফোনটি লক করতে পারবেন।
ব্যবহারকারীরা পছন্দ মত পিন, পেটেন্ট, ফিঙ্গারপ্রিন্ট এর সাহায্যে ফোনটি লক করতে পারবেন।
3। ফোন লক থাকা অবস্থায় নোটিফিকেশনে টেক্সট মেসেজ ফেসবুক বা জি মেলের আপডেট জানা যাবে।
4। নোটিফিকেশন ব্লক করে রাখা যাবে ইচ্ছে মত।
5। অনেক সময় জরুরী ফোন করার প্রয়োজন হয় তাই অ্যাপ টিতে রয়েছে লক অবস্থায় নির্বাচিত নম্বরে কল করার সুবিধা।
6। ফোন লক অবস্থায় সহজেই ক্যামেরা ফ্লাসলাইট ওয়াইফাই ও ব্লুটুথ চালু করার সুবিধা রয়েছে।
7। লক স্ক্রীন থেকে আবহাওয়ার খবর দেখা যাবে।
8। ফোন লক অবস্থায় ক্যালেন্ডারের যুক্ত থাকা ইভেন্টে দেখা যাবে।
9।মিউজিক প্লেয়ার নিয়ন্ত্রণের বাড়তি কিছু সুবিধা মিলবে এই অ্যাপে।
![]() |
| ছবি:ইন্টারনে |
10। চাইলে পছন্দমত ওয়ালপেপার লক স্ক্রীন এ যুক্ত করা যাবে। বিনামূল্যে অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
Tags:
technology
