আন্তর্জাতিক কনভেনশন সিটি Bashundra(ICCB) তে শুরু হয়েছে বেসিস সফট এক্সপো 2019। এবারের স্লোগান টেকনোলজি ফর প্রসপারিটি। 19 মার্চ মঙ্গলবার সকাল 10 টা থেকে এবারের প্রদর্শনী শুরু হয়।
এবারের আসরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বাসিস সফট এক্সপো অ্যাপ। এটি কিভাবে পাবেন? অনেকেরই প্রশ্ন খুব সহজ উত্তর গুগল প্লে স্টোরে বেসিস এক্সপো লিখে সার্চ দিলে 12 মেগাবাইটের এই অ্যাপটি পাওয়া যাবে..।
অ্যাপটি তৈরি করেছে দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠান টিকন" সিস্টেম লিমিটেড"।
অ্যাপটি তৈরি করেছে দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠান টিকন" সিস্টেম লিমিটেড"।
13 অপশনের এই APP টিতে বিনামূল্যে রেজিস্ট্রেশন করা যাবে।
এবার দেখা যাক অ্যাপ এর সুবিধা
এফবি ড্যাশবোর্ড এর মাধ্যমে এক নজরে দেখা যাবে এবারের সফটএক্সপোতে কতটি জোন রয়েছে? কোথায় আয়োজন করা হয়েছে তা জানা যাবে বেনু এন্ড প্রোগ্রাম ডে অপশনে ক্লিক করে।।
এফবি ড্যাশবোর্ড এর মাধ্যমে এক নজরে দেখা যাবে এবারের সফটএক্সপোতে কতটি জোন রয়েছে? কোথায় আয়োজন করা হয়েছে তা জানা যাবে বেনু এন্ড প্রোগ্রাম ডে অপশনে ক্লিক করে।।
1।বেসিস অভার্ভিউ অপশনে গিয়ে জানা যাবে বেসিস সম্পর্কে। সফটেক্সপো আবার ভিডিও অপশনে গিয়ে জানা যাবে সফট এক্সপো সম্পর্কে।
2।এছাড়া এক্সিবেটর প্রোফাইল অপশনের মাধ্যমে জানা যাবে বিভিন্ন জো নে থাকা প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে, স্টলনম্বর, ঠিকানা। এছাড়া কখন কোথায় কী বিষয়ক সেমিনার হবে তা জানা যাবে সেমিনার লিস্ট অপশনে গিয়ে।
3।অ্যাপটিতে আরও রয়েছে নোটিশ বোর্ড, জব অফার, মাই প্ল্যান অপশন। আকর্ষণীয় এই অপশনগুলো থাকায় কোন সেমিনার, মেগা ইভেন্টে অংশ নেবেন, তা আগে থেকেই পরিকল্পনা করে নিতে পারবেন ব্যবহারকারীরা। ফলে মেগা ইভেন্ট, সেমিনারের আগে নোটিফিকেশনও পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে।
4। অ্যাপ টি তে আরো রয়েছে নোটিশ বোর্ড জব অফার মাই প্লেন অপশন। আকর্ষণীয় এই অপশনগুলো থেকে আরো পাবেন কোন সেমিনার মেগা ইভেন্টে অংশ নেবেন তা আগে থেকেই পরিকল্পনা করে নিতে পারবেন ব্যবহারকারীরা।ফলে মেগা ইভেন্ট সেমিনারের আগে নোটিফিকেশন পাওয়া যাবে এই অ্যাপের মাধ্যমে।
আজি অ্যাপটি ডাউনলোড করুন প্লে স্টোর থেকে এবং নিজের ইচ্ছা মত সুবিধা গুলো বেছে নিন।
![]() |
ছবি:play store |
Tags:
technology