==== DU APP NEW OPTION====[
DU app দিয়ে এবার অডিও কলের সুবিধা পাওয়া যাবে
Google এর Du calling app DU তে এবার আসছে অডিও কলিং সুবিধা।গুগল প্লে স্টোর অ্যাপ স্টরে ছাড়া হয়েছে এই অডিও কলিং অ্যাপ টি।
প্রথমে এটিকে শুধু বিশেষায়িত ভিডিও কলিং এ বিষয়ে বলা হলেও গুগোল এর পক্ষ থেকে জানানো হয়েছে শুধু অডিও কলিং এর সুবিধা ও এতে যোগ হতে যাচ্ছে।
এবছরের গুগল আই/ ও ডেভেলপার কনফারেন্সে প্রথমবারের মতো গুগল DU অ্যাপটি উন্মুক্ত করে গুগোল।।
গুগোল প্রডাক্ট লিস্ট ফর কমিউনিকেশন অমিত মিত্র জানিয়েছেন ভিডিও কলিং অ্যাপ হিসেবে আনা হলেও সিকগীরই অ্যাপটিতে অডিও কলিং এর সুবিধা ও চালু করা হবে।
তবেই সেটা কবে নাগাদ হতে পারে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
অ্যাপেলের ফেসটাইম, microsoft-এর স্কাইপে, ভা ও ফেসবুকের মেসেঞ্জার এর মত অ্যাপ গুলো কে টেক্কা দিতেই গুগোল এই অ্যাপটি নিয়ে এসেছে।
ব্যবহারকারীর ফোন বুকিং হবে গুগল ডুয়ো ফোন বুক।Google এর পক্ষ থেকে জানানো হয়েছে দীর গতির ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে ও ভালো মানের ভিডিও কলিং করা যাবে অ্যাপটি ব্যবহার করে।
Collected ,।।।।।।
Tags:
technology
