... সাকিবের দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ।জানা-অজানার ইন্টারনেট

সাকিবের দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ।জানা-অজানার ইন্টারনেট

 সাকিবের দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ।  সাম্প্রতিক  বাংলাদেশ ক্রিকেট টিমের পারপরমেন্স   ছিল খুব খারাফ।  একটাই কারণ হিসাবে ধরা হয় বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার সাকিব ভাই  injured . তিনি স্রিলঙ্কা  ম্যাচ চলাকালীন injured হয়ে ছিলেন। সামনে ট্রাই দেশ টি ২০ সিরিজ।  আসা  করা যায় সাকিব ভাই খেলতে পারবেন।  সারা বাংলাদেশ  তাকিয়ে আছে তার দিকে। শ্রীলংকার সাধীনতা দিবস উপলক্ষে ট্রাই দেশীয় সিরিজ নিডহাস ট্রফিতে অংশ নিবে বাংলাদেশ। সাকিব খেলতে পারবেন কি না  এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।  সিরিজ  শুরু হবে মার্চ মাসের ৬ তারিকে। 

Post a Comment

Previous Post Next Post