এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের স্যামসাং মোবাইল কোম্পানি স্মার্টফোন কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় এর ব্যবস্থা করেছে। এই অফার যারা উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র তাদের জন্য।
চলতি বছর এসএসসি পরীক্ষায় যে দুর্দান্ত ফলাফল অর্জন করেছে তা উদযাপন ও তাদের অভিনন্দন জানাতে নির্দিষ্ট মোবাইলে 5 পার্সেন্ট(৫%) ডিসকাউন্ট ঘোষণা করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ।
এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের হেড অফ মোবাইল মহিদুর রহমান বলেন কৃতকার্য সকল এসএসসি পরীক্ষার্থীদের জানাই অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। সামনের দিকে এগিয়ে যেতে এস এস সি র এই সফলতা হচ্ছে প্রথম ধাপ।এমন একটি আনন্দময় মুহূর্ত কে আরো জমিয়ে তুলতে এতে অংশ নিয়েছে স্যামসাং।
এই অফারটি চলবে 7 ই মে থেকে 14 ই মে পর্যন্ত।
অফার এর আওতায় যে সকল মোবাইল থাকবে :
গ্যালাক্সি জে 2 কোর, গ্যালাক্সি জে 8, p গ্যালাক্সি এ ম টেন, গ্যালাক্সি এম 20, গ্যালাক্সি a১০, গ্যালাক্সি এ 20, গ্যালাক্সি এ৩০,এবং গ্যালাক্সি এ৫০ ক্রয় ডিসকাউন্ট উপভোগ করা যাবে।
গ্যালাক্সি জে 2 কোর, গ্যালাক্সি জে 8, p গ্যালাক্সি এ ম টেন, গ্যালাক্সি এম 20, গ্যালাক্সি a১০, গ্যালাক্সি এ 20, গ্যালাক্সি এ৩০,এবং গ্যালাক্সি এ৫০ ক্রয় ডিসকাউন্ট উপভোগ করা যাবে।
উল্লেখ্য গ্যালাক্সি এ থার্টি ক্রয়ের ক্ষেত্রে বর্তমানে বিদ্যমান বিশেষ দামের উপর উল্লেখিত ৫% ডিসকাউন্ট প্রযোজ্য হবে। দেশব্যাপি নির্দিষ্ট স্যামসাং আউটলেটগুলোতে উক্ত ডিসকাউন্ট অফার গ্রহণ করা যাবে। এই অফার পেতে হলে নিজ নিজ এসএসসি রেজিষ্ট্রেশন কার্ড প্রদর্শন করতে হবে শিক্ষার্থীদের।
![]() |
| ছবিঃ ইন্টারনেট |
প্রসঙ্গত রূপান্তরমূলক ধারণা ও প্রযুক্তির মাধ্যমে এলেক্ট্রনিকস বিশ্বব্যাপী অনুপ্রেরণায় দানসহ ভবিষ্যতের আ কৃতি দানে কাজ করছে স্যামসাং। প্রতিষ্ঠানটি স্মার্টফোন ল্যাপটপ ,ট্যাবলেট ক্যামেরা ,ডিজিটাল নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাক্টর এবং এলইডি সলিউশন এর ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছে।
