... বাংলা সাহিত্যের অন্যতম ইসলামী কবি আল মাহমুদ আর নেই

বাংলা সাহিত্যের অন্যতম ইসলামী কবি আল মাহমুদ আর নেই

www.technoboybd.com
Al Mahmud
আমি আল মাহমুদের অনেক কবিতা পড়েচি।
আল মাহমুদের বক্ত আমি। উনার কবিতাগুলোর মধ্যে আমার সবচেয়ে যেই কবিতা খুব ভালো লেগেছে তা হলো
   নোলক আর হলদে ডানার পাখি।
কবি আল মাহমুদের স্মরণে আজ আমার পরিবেশনা ।
     =====হলদে ডানার পাখি===
হলদে ডানার সেই পাখিটি
এখন ডালে ডাকে না
মনের কোণে রঙিন ছবি
এখন সে আর আঁকে না ।।

এখন কেন ধূসর হলো মন
মিলিয়ে  গেল মিষ্টি গোলাপ বোন ।।
এখন কেন স্বপ্ন ভরা
চোখটি চেয়ে থাকে না
মনের কোণে রঙিন ছবি
এখন শে আর আঁকে না।

হলদে ডানার সেই পাখিটি
এখন ডালে ডাকে না
মনের কোণে রঙিন ছবি
এখন সে আর আকে না।

এখন কেন হচ্ছে মানুষ খুন
বুকের আগুন জ্বলছে অনেক গুণ ।
লড়াকুদের মাথায় কেন
বিজয়  রাঙ্গা  মাখে না
মনের কোণে রঙিন ছবি
এখন শে আর আঁকে না।


হলদে ডানার সেই পাখিটি
এখন   কেন ডাকে না
মনের কোণে রঙ্গিন ছবি
এখন শে আর আকে না।

তারেক ,মুসা, সালাউদ্দিন কই?
বুকের আগুন জ্বলছে যে রই রই ।।
বুলেট বোমা বুক ফেরে নেয়
কেউ কি খবর রাখে না
মনের কোণে রঙিন ছবি
এখন সে আর আঁকে না।



হলদে ডানার সেই পাখিটা
এখন ডালে ডাকে না
মনের কোণে রঙিন ছবি
এখন সে আর আঁকে না।


ডেডিকেটেড টু @@@কবি আল মাহমুদ@@@

Post a Comment

Previous Post Next Post