আষাঢ় মাসের কবিতা।। জানা-অজানার ইন্টারনেট



আষাঢ় 
রবীন্দ্রনাথ ঠাকুর
==============================


নীল নবঘনে আষাঢ় গগনে 
তিল ঠাঁই আর নাহিরে 
ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে।

বাদলের ধারা ঝরে ঝরঝর
 আউশের ক্ষেত জলে ভরভর 
কালি-মাখা মেঘে ও পারে আঁধার ঘনিছে দেখ্ চাহি রে
 ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে।।

ওই ডাকে শোনো দেনু গণ গণ
 ধবলিরে আনো গোহালে
এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে,

দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ্ দেখি
মাঠে গেছে যারা তারা ফিরিছে কি?

রাখালবালক কী জানি কোথায় সারাদিন আজ এই খেয়ালে,
এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে।

শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে,
খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে।

পূবে হাওয়া বয় কুলে নেই কেউ
দু কূল বাহিয়া উঠে পড়ে ঢেউ,
দরদর বেগে জলে পড়ে জল ছলছল উঠে বাজি রে,
খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে।


ওগো আজ তোরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে।
আকাশ আঁধার বেলা বেশি আর নাহিরে।



ঝরঝর ধারে ভিজিবে নিচোল
ঘাটে যেতে পথ হয়েছে পিছল,
ঐ বেণুবন দুলে ঘনঘন 
পথপাশে দেখো চাহি রে,
ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে।।

==============================





                                 সোনার তরী

=====================================


গগনে গরজে মেঘ ঘন বরষা 

কূলে একা বসে আছি নাহি ভরসা 

রাশি রাশি ভারা ভারা

 ধান-কাটা হল সারা

 খরা নদী ক্ষুরধারা খরপরসা

 কাটিতে কাটিতে ধান এলো বর্ষা।



 একখানি ছোটো খেত আমি একেলা 

চারি দিকে বাঁকা জল করিছে খেলা।

  পরপারে দেখি আঁকা

 তরুছায়ামসীমাখা

 গ্রামখানি মেঘে ঢাকা প্রভাতবেলা-- 

এ পারেতে ছোটো খেত আমি একেলা।।




গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে 

দেখে যেন মনে হয় চিনি উহারে। 

ভরা পালে চলে যায় , কোনো দিকে নাহি চায় 

ঢেউগুলি নিরুপায়, ভাঙ্গে দু'ধারে।

দেখে যেন মনে হয় চিনি উহারে ।


ওগো তুমি কোথা যাও কোন বিদেশে

 বারেক ভিড়াও তরী কূলেতে এসে 

যেয়ো যেথা যেতে চাও

 যারে খুশি তারে দাও

 শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে।

  আমার সোনার ধান কূলেতে এসে। 



যত চাও তত লও তরণী-পরে 

আর আছে আর নাই দিয়েছি ভরে। 

এতকাল নদীকূলে যাহা লয়ে ছিনু ভুলে

 সকলি দিলাম তুলে থরে ভিথরে

  এখন আমারে লহ করুণা করে।



ঠাঁই নাই ঠাঁই নাই ছোটো সে তরী 

আমারি সোনার ধানে গিয়েছে ভরি।

 শ্রাবণগগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে 

শূন্য নদীর তীরে রহিনু পড়ি।


যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।




  







জানা-অজানার ইন্টারনেট








Post a Comment

Previous Post Next Post