স্মার্টফোন স্লো হওয়া বর্তমান সময়ে একটা স্বাভাবিক ঘটনা। যে কোন কারণে আপনার ফোন হতে পারে।কিছু টিপস অবলম্বন করলে আপনি সহজে আপনার ফোনকে slow হওয়া থেকে বাঁচাতে পারেন।
রাইড শেয়ারিং একটি অফ খুললেই স্লো হয়ে যাচ্ছে পুরো ফোন।অথচ সারাদিন ইউটিউব ফেসবুক মত সোশাল মাধ্যম গুলি ব্যবহার করছেন কোন সমস্যা হচ্ছে না।
হতে পারে ওই রাইড শেয়ারিং অ্যাপ টি আপনার ফোন স্লো হয়ে যাওয়ার অন্যতম কারণ।তবে স্মার্ট ফোন একটানা দীর্ঘ সময় ব্যবহারের ফলে স্লো হয়ে যায়।কারণ হাই পারফরম্যান্স গ্রাফিক্স গেম, অ্যাপ্লিকেশন, ছবি ইত্যাদি ফোনের স্টোরেজ বা গতি কে প্রভাবিত করে।
এসব সমস্যা সমাধানে 6 বা 8 জিবি রেম এর ফোন বাজারে এসেছে।
তবে সে সব ফোনের দাম তুলনামূলকভাবে অনেক বেশি।
তবে সে সব ফোনের দাম তুলনামূলকভাবে অনেক বেশি।
স্মার্ট ফোন স্লো হওয়ার থেকে বাচার 7 টি উপায়:
1. স্মার্টফোন স্লো হয়ে যাওয়ার হাত থেকে বাঁচতে যতটা সম্ভব কম অ্যাপ রাখুন।
2. যে অ্যাপস গুলো বেশি ব্যবহার করেন না সেগুলো uninstal করুন এতে ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়বে।
3. তারপর ফোনের সেটিং এ যান এবং স্টোরেজ/ মেমোরি অপশনে ক্লিক করুন।
4.স্টোরেজঃ লিস্টে দেখতে পাবেন কোন অ্যাপ আপনার ফোনের কত স্টোরের দখল করে রেখেছে।
5. এবার মেমোরি অপশন এ ক্লিক করে মেমোরি ইউজড বাই অ্যাপস এর উপর ক্লিক করুন।
6.এখানে আপনাকে চার ভাগে অ্যাপ এর ব্যবহার দেখাবে। যেমন -3 ঘন্টা 6 ঘন্টা 12 ঘন্টা ও 24 ঘন্টা।
7. মাঝে মাঝে ফোন এর cach ডাটা ডিলিট করুন ।
এটি দেখার পর আপনি সহজেই বুঝে যাবেন কোন অ্যাপ আপনার ফোনের রেম বেশি ব্যবহার করছে সাথে সাথে তাকে ডিলিট করতে পারেন এভাবে আপনার ফোনকে স্লো হওয়ার হাত থেকে রক্ষা করতে পারেন।
আশা করি আপনাদের ভাল লেগেছে ।
লাইক শেয়ার করতে ভুলবেন না ।
লাইক শেয়ার করতে ভুলবেন না ।
ধন্যবাদ।
Tags:
technology
