বলে দাও রাসুলাল্লাহ( সাঃ)। technoboybd

www.technoboybd.com/Islamic song/
ডেকে লও


=====বলে দাও রাসুল আল্লাহ ======
ইসলামী সংগীত

বলে দাও রাসূল আল্লাহ 
দেখা পাবো মরনে।
লাখো দুরুদ ও সালাম 
তোমারি নুর চরণে। 
লাখো মীলাদ ও কেয়াম 
তোমারি নুর কদমে। ঐ


নূরে ভরপুর রওজা তোমার
দেখিতে বড় বাসনা আমার।। 
আমি কবে যাব মদিনা ,,,,,,
প্রশ্ন জাগে এই মনে। ঐ

তোমার প্রেমে কুদ্দুস সোবাহান সৃজিলেন
  তিনি তামাম জাহান
দেখা দাও গো দয়াল নবি 
ডাকি তোমায় অদমে। ঐ

পশুপাখি দেওয়ানা তোমার
 কারণ তুমি রহমতের ভান্ডার।
শোনো ওগো দোস্ত খোদার 
দেখা দাও
অতি গোপনে। ঐ


====2====

==ডেকে লও রাসূল আল্লাহ রওজা পাকের কিনারে==



   ডেকে লও রাসূল আল্লাহ 
রওজা পাকের কিনারে।
আমি কেঁদে কেঁদে হইগো সারা 
ধন্য করো দিদারে।।

আমি সহিতে পারিনা বিরহ জালা 
ধন্য করো আমারে। ঐ



দুই সাথিকে পাশে নিয়ে হায়   
 ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়।
সারা দাও  ও রাসূল আল্লাহ
 ডাকে অদম তোমারে।



আজও রওজায় শুয়ে থেকে হায় 
কাঁদেন তিনি উম্মতের মায়ায়।
মোদের অশ্রু ভেজা এ সালাম
 পাঠিয়ে দিলাম শিওরে। ঐ      


নুরে উজ্জল চেহারা তোমার 
দেখিলে হারাম দোযখের না র। 
তুমি কবে দিবে মোলাকাত 
ডেকে নিবে আমারে। ঐ

              
পশুপাখি দেওয়ানা তোমার
 কারণ তুমি দয়ার আধার।।
  শোনো ওগো দোস্ত খোদার 
দেখা দাও অতি গোপনে। ঐ

জানা-অজানার ইন্টারনেট
ইসলামী গানের মহাআয়োজন নেই।
 টেকনো বয় bd.com


Post a Comment

Previous Post Next Post