... বিভিন্ন মোবাইল কোম্পানির 4G সিম চেনার কৌশল।। technoboybd

বিভিন্ন মোবাইল কোম্পানির 4G সিম চেনার কৌশল।। technoboybd

   
  ===== 4g মানে হাই স্পিড ইন্টারনেট====



আপনার সিম টি 4g কিনা তা যাচাইয়ের জন্য মোবাইল ফোন অপারেটরগুলো মেসেজ অপশন চালু করেছে। যা দিয়ে আপনার ফোনটি ফোরজি কিনা আপনি জানতে পারবেন।
মোবাইল ফোন অপারেটরগুলো ফোরজি সিম বিক্রি করেছে।এছাড়া যারা সিম রিপ্লেস করেছেন তারাও অপারেটরের কাছ থেকে পেয়েছেন ৪ জি সিম।


কিন্তু আরো আগে যারা সিম কিনেছেন কেবল তারাই জেনে নিন আপনার সিম টি 4g কিনা? তাছাড়া যারা এখন সিম রিপ্লেস করবে তারাই 4g সিম পাবে। আপনি চাইলেই আপনার সিম টি ফোরজি করে নিতে পারেন  দোকান থেকে অথবা ডিস্ট্রিবিউটর এর কাছ থেকে।



তাই সংশ্লিষ্ট অপারেটর এসএমএস পাঠিয়ে জেনে নিতে পারেন আপনার সিম টি 4g কিনা।কোন কোন এসএমএস এ ফোর জি সিম সংক্রান্ত তথ্যের পাশাপাশি একটি ফোর জি (৪ জি) সমর্থন করে কিনা তাও জানা যাবে।


######*#Banglalink (bl):##########



বাংলালিংকের গ্রাহকরা মেসেজ অপশনে গিয়ে 4G লিখে 5000(4g send to 5000) নম্বরে এসএমএস পাঠালে ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে সিম টি 4g কিনা।
 
                ## Robi(রবি)######


 
রবি গ্রাহক তার মোবাইলের কিপ্যাড অথবা ডায়াল অপশনে গিয়ে *১২৩*৪৪#লিখে  ডায়াল বাটন চাপলে ফিরতি এসএমএসে জানিয়ে দেওয়া হয় সিম 4g কিনা।


    #####Airtel(এয়ারটেল):###########


এয়ারটেল গ্রাহকরাও 4G লিখে 5000 নম্বর এসএমএস (write 4G send to 5000)করে জানতে পারবেন তার সিম টি 4g কিনা ।


##########GP (গ্রামীণ):#########

মোবাইলের কিপ্যাড অথবা ডায়াল অপশনে গিয়ে*১২১*৩২৩২# লিখে ডায়াল বাটন চাপলে ফিরতি ম্যাসেজে জানা যাবে সিম টি 4g কিনা।



এছাড়া যারা সিম বদল করতে চান তারা টাকার বিনিময়ে 4g সিম কিনতে পারবেন।


তবে জিপি স্টার গ্রাহকরা বিনা খরচে সিম বদল করতে পারবেন। তাদের জন্য গ্রামীণফোনের এটি একটি অফার। শুধু মাত্র GP Star গ্রাহকরা বিনা খরচে সিম রিপ্লেসমেন্ট করতে পারবেন।


   #####টেলিটক (teletalk )#####



টেলিটক এর গ্রাহক রা মেসেজ অপশনে গিয়ে 4G লিখে 111(4g to 111) নম্বরে এসএমএস পাঠালে ফিরতি মেসেজে জানিয়ে দেওয়া হবে সিম টি 4g কি_না।



তবে এ ক্ষেত্রে কোন গ্রাহক যেন প্রতারিত না হয় সেদিকে লক্ষ্য রেখে মোবাইল অপারেটর গুলো এই সিস্টেম চালু করেছে।
Technoboybd.com

Post a Comment

Previous Post Next Post